বড় খবর: বৃহস্পতিবার থেকে রাস্তায় নামবে সব বাস, ন্যূনতম ভাড়া ১০ টাকা!

Jun 03, 2020, 17:35 PM IST
1/6

অয়ন ঘোষাল: বাস ভাড় অত্যাধিক, রাস্তায় বাস মিলছে কই! আনলক ওয়ানের শুরুতেই অফিস ফেরতযাত্রীদের অভিযোগ বারবার উঠে এসেছে শিরোনামে। অন্যদিকে, বাস মালিকরা দাবি করছিলেন, ওত কম যাত্রী নিয়ে পুরনো ভাড়া বাস চালাতে পারবেন না তাঁরা। অগত্যা... সমস্যা থেকেই যাচ্ছিল। অবশেষে এক মধ্যস্থতার পথ মিলল। যাতে খুশি যাত্রীরাও।

2/6

বাস ভাড়া বৃদ্ধি সংক্রান্ত রেগুলেটরি কমিটি ৮জুন বেসরকারি বাসের নতুন ভাড়ার তালিকা প্রকাশ করবে। তার আগে বৃহস্পতিবার থেকেই বাসে উঠলে ন্যূনতম ভাড়া ১০ টাকা হল।

3/6

আপাতত এই নিয়ম চালু করে সব বাস পথে নামানোর সিদ্ধান্ত নিল জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট।

4/6

সংগঠনের সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বুধবার সাংবাদিকদের জানান, নতুন ভাড়া হচ্ছে ক্রমান্বয়ে ১০, ১৫, ২০ ও ২৫ টাকা।

5/6

 বাস-মিনিবাস অপারেটর ইউনিয়ন জানিয়েছে, তারাও বৃহস্পতিবার থেকে এই নতুন ভাড়ায় তাদের সব বাস পথে নামাবে।

6/6

 তবে ৯জুন নতুন ভাড়ার চার্ট মুদ্রিত না হওয়া পর্যন্ত তারা যাত্রীদের নতুন ভাড়া দিতে জোর করবেন না, অনুরোধ করবেন। খুশি আমজনতা। অনেকেই বলছেন, "কাজে তো বেরোতেই হবে। তবে এত টাকা ভাড়া দিয়ে বাসে যাওয়া সত্যিই কষ্টের। এবার রাস্তায় আশা করি ঠিকঠাক বাস মিলবে। "