Novak Djokovic vs Carlos Alcaraz | Australian Open 2025: আলকারাজকে উড়িয়ে সেমিতে জকোভিচ, কিংবদন্তি বোঝালেন 'টাইগার জিন্দা হ্যায়'...
Novak Djokovic vs Carlos Alcaraz | Australian Open 2025: আলকারাজকে উড়িয়ে সেমিতে দুরন্ত জকোভিচ, কিংবদন্তি বোঝালেন 'টাইগার জিন্দা হ্যায়'...
1/5
নোভাক জকোভিচ বনাম কার্লোস আলকারাজ
রজার ফেডেরার, রাফায়েল নাদালরা টেনিসের পাট চুকিয়ে এখন অবসরে। টেনিসের 'বিগ থ্রি'র মধ্যে এখন শুধুই রয়েছেন নোভাক জকোভিচ। ফলে এই তিনের প্রতিদ্বন্দ্বিতা দেখার আর কোনও সুযোগই নেই টেনিসপ্রেমীদের কাছে। সব লড়াই রয়ে গিয়েছে স্মৃতির পাতায়। তবে সাম্প্রতিক অতীতে কিংবদন্তি জকোভিচের সঙ্গে কার্লোস আলকারাজের লড়াই চেটেপুটে উপভোগ করেছে টেনিস দুনিয়া।
2/5
নোভাক জকোভিচ বনাম কার্লোস আলকারাজ
৩৭ বছরের সার্বিয়ানের ঝুলিতে রয়েছে ২৪টি গ্র্যান্ড স্ল্যাম। তাঁর চেয়ে ১৬ বছরের ছোট স্পেনীয় পেশাদারের ঝুলিতে ৪টি গ্র্যান্ড স্ল্যাম রয়েছে। মঙ্গলবার মেলবোর্ন পার্কের রড লেভার এরিনায় অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিলেন এই দুই তারকা। শুরুটা সেয়ানে সেয়ানে হলেও সময় গড়ানোর সঙ্গেই জকোভিচ বুঝিয়ে দিয়েছেন যে, 'বাপ বাপ হোতা হ্য়ায় অউর বেটা বেটাহি'! আলকারাজকে ৪-৬, ৬-৪, ৬-৩, ৬-৪ সেটে উড়িয়ে সেমিতে চলে গেলেন জকোভিচ। ২৫তম গ্র্যান্ড স্ল্যাম ও ১১তম অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জয় থেকে তিনি আর দু'পা দূরে। ফাইনালে ওঠার পথে জকোভিচের সামনে জার্মানির আলেক্সান্ডার জেরেভ।
photos
TRENDING NOW
3/5
নোভাক জকোভিচ বনাম কার্লোস আলকারাজ
৩ ঘণ্টা ৩৭ মিনিটের দীর্ঘ ম্যারাথন লড়াইয়ে প্রথম হাসি হেসেছিলেন আলকারাজই। প্রথম সেট হেরেই শুরু করেছিলেন জকোভিচ। কোয়ার্টারের কঠিন লড়াইয়ে পিছিয়ে পড়লে সাধারণত বাড়তি চাপ তৈরি হয়, তবে নামটি জোকোভিচ, এসব তাঁকে প্রভাবিত করে না। আর ঠিক সেকারণেই পরের সেটে শুরুতেই ব্রেক করেন আলকারাজকে। জকোভিচ পেয়ে যান ৬-৪ গেমে জয়। তবে এই জয় মোটেই সহজ ছিল না। ম্যাচের সপ্তম গেমে বাঁ পায়ে সমস্যার কারণে খুঁড়িয়ে হাঁটতে শুরু করেন তিনি। মেডিক্যাল টাইম আউট নিয়ে কোর্ট ছেড়ে দিয়েছিলেন নবম গেমের পর। তখনও কিন্তু জোকার পিছিয়ে ছিলেন ৪-৫ ব্যবধানে। কিন্তু তিনি যে আলাদা ধাতুতেই গড়া, ফিরে আসা প্রতিপক্ষের ঘাড়ে চেপে ওঠা তাঁর সহজাত। আর ঠিক সেটাই করলেন। খেলার শেষে জকোভিচ বললেন, 'আমি জানতাম, চোট থাকলেও আমাকে নিজের সেরাটাই দিতে হবে। প্রতিটি পয়েন্টের জন্য লড়েছি এবং এই জয় আমার জন্য বিশেষ।'
4/5
নোভাক জকোভিচ বনাম কার্লোস আলকারাজ
যত সময় গড়িয়েছে খেলায় তত পেন্ডুলামের মতো দুলেছে। নাদালের শিষ্য় আলকারাজের পাওয়ার টেনিসের কাছে কিছুটা হলেও ব্য়াকফুটে মনে হয়েছিল জোকারকে! তবে কোথায় কী! 'বুড়ো ঘোড়া' অভিজ্ঞতার জাত চিনিয়েই লড়ে যান। তৃতীয় সেটে আগামীর তারকা আলকারাজকে আরও বড় ব্যবধানে হারালেন জকোভিচ। তৃতীয় সেটে ৩-৬ গেমে হেরে যাওয়া ২১ বছর বয়সী তারকা ম্যাচে ফেরার চেষ্টা করেছিলেন চতুর্থ সেটে। কিন্তু চেষ্টা কেবল চেষ্টাই থেকে যায়। জকোভিচ ৬-৪ ব্যবধানে চতুর্থ সেট জিতে হাসেন শেষ হাসিও। কোর্টে পড়েও গিয়েও উঠে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন হতে পারেন তিনিই।
5/5
নোভাক জকোভিচ বনাম কার্লোস আলকারাজ
জকোভিচ আরও একবার গোটা টেনিসবিশ্বকে দেখিয়ে দিলেন যে, বয়স শুধুই সংখ্য়া মাত্র, আর এর পাশাপাশি তিনি এও বুঝিয়ে দিলেন চোট-আঘাতও তাঁকে কাবু করতে পারে না। খোঁচা খাওয়া বাঘ আলকারাজকে চোখে চোখে আঙুল দিয়ে বললেন, 'টাইগার অভি জিন্দা হ্য়ায়'। জকোভিচ অনুপ্রেরণাই হয়ে থাকবেন সকলের। তাঁর ঐতিহাসিক ২৫তম গ্র্যান্ড স্ল্যামের অপেক্ষা শুরু সকলের।
photos