Mohun Bagan | ISL 2024-25: ভারতসেরা হয়েই ইতিহাস লেখেনি মোহনবাগান, প্রথম দল হিসেবে অবিশ্বাস্য রেকর্ড দিমিদের

All Records Broken By Mohun Bagan: মোহনবাগান লিগ শিল্ড জয়ের পথে রেকর্ডের পর রেকর্ড গড়ল...

Feb 24, 2025, 15:51 PM IST
1/8

ভারতসেরা মোহনবাগান

Mohun Bagan Wins ISL 2024-25 League Shield

সল্টলেক স্টেডিয়ামে মোহনবাগান সুপার জায়ান্ট ১-০ গোলে ওড়িশা এফসিকে হারিয়ে ইন্ডিয়ান সুপার লিগ উইনার্স শিল্ড ধরে রেখেছে। ২০২৩-২৪ মরসুমের পর ২০২৪-২৫ মরসুমে লিগ শিল্ড জিতল গঙ্গাপারের শতাব্দী প্রাচীন ক্লাব। অতীতে মুম্বই সিটি এফসি (২০২০-২১,২০২২-২৩) দু'বার লিগ শিল্ড জিতেছে। তবে সবুজ-মেরুন পরপর দু'বার লিগ সেরা হয়ে ইতিহাস লিখল।   

2/8

দিমিত্রি পেত্রাতোস

Dimitri Petratos

বিরতিতে গোল না আসায়, দ্বিতীয়ার্ধে হোসে মোলিনা ৫ পরিবর্তন এনেছিলেন। আশিস রাইয়ের বদলে দীপেন্দু বিশ্বাস, দীপক টেংরির বদলে অনিরুদ্ধ থাপা, জেমি ম্যাকলারেনের বদলে দিমিত্রি পেত্রাতোস, গ্রেগ স্টুয়ার্টের বদলে জেসন কামিন্স, লিস্টন কোলাসোর বদলে আশিক কুরুনিয়ানকে খেলান তিনি। তবে দিমিই কামাল করেন। এই মরসুমের 'ব্রাত্য' নায়ক ৯৩ মিনিটে, মনবীরের পাস থেকে বাঁ-পায়ের জোরাল শটে অমরিন্দর সিংকে পরাস্ত করে মোহনবাগানের হাতে তুলে দেন শিল্ড।   

3/8

প্রথম দল হিসেবে ৫০ পয়েন্ট

First ISL Team to 50 points

আইএসএল ইতিহাসে প্রথম দল হিসেবে মোহনবাগান ৫০ পয়েন্ট অতিক্রম করেছে। ২২ ম্যাচের ভিতর ১৬টি জিতেছে হোসে মোলিনার টিম। ৪টি ড্র হয়েছে এবং মাত্র ২ ম্যাচ হেরেছে সবুজ-মেরুন। এই মুহূর্তে দিমিদের পয়েন্ট ২২ ম্যাচে ৫২। গ্রুপ পর্যায়ে দুই ম্যাচ হাতে রেখে লিগ শিল্ড জিতেছে মোহনবাগান। আগামী শনিবার মোহনবাগান মুম্বইয়ের ঘরের মাঠে খেলবে। তারপর ৮ মার্চ গোয়ার বিরুদ্ধে ঘরের মাঠে শেষ ম্যাচ। মানে শেষ দুই ম্যাচ শুভাশিস বসুরা জিততে পারলে সেই পয়েন্ট হবে ৫৮!   

4/8

এক মরসুমে সবচেয়ে বেশি জয়

 Most Wins Ever In A Season

ওড়িশার বিরুদ্ধে মোহনবাগান মরসুমের ১৬তম জয় পেয়েছে, যা প্রতিযোগিতার ইতিহাসে যে কোনও দলের  ক্ষেত্রে সর্বাধিক। মুম্বাই সিটি এবং এফসি গোয়ার বিরুদ্ধে দুই ম্যাচ বাকি আছে। মেরিনার্স এই সংখ্যা আরও যোগ করতে পারে। এবং ২৪ ম্যাচে ১৮ জয়ের (৭৫ শতাংশ জয়) সেরা পরিসংখ্যানে পৌঁছতে পারে মোলিনার টিম।  

5/8

এক মরসুমে সর্বাধিক ঘরের মাঠে জয়

Most Home Wins In A Season

মোহনবাগান এই মরসুমে ঘরের মাঠে ৯বার জিতেছে। যা আইএসএল ইতিহাসে সর্বাধিক। মরসুমের শেষ হোম ম্যাচে এফসি গোয়াকে হারাতে পারলেই সেই তাদের সংখ্যা ১০ হয়ে যেতে পারে।    

6/8

এক মরসুমে সর্বাধিক সেট-পিস গোল

Most-Set-Piece Goals In A Season

এখনও পর্যন্ত ২২ ম্যাচে মোহনবাগান ৪৩ গোল করেছে। যার ভিতর ২০ গোলেই এসেছে সেট-পিস (মূলত ফ্রি-কিক এবং কর্নার থেকে প্রাপ্ত গোল, কখনও পেনাল্টি, থ্রো-ইন, ও কিক-অফের গোলও ধরা হয়) থেকে! আইএসএলের ইতিহাসে যা সর্বাধিক।     

7/8

সর্বাধিক ক্লিন শিট

Most Clean Sheets

যেমন আক্রমণ, তেমনই রক্ষণ। ১৪ ম্যাচে মোহনবাগান কোনও গোল হজম করেনি! যে কারণে দলের স্টার গোলকিপার বিশাল কাইথ বিরল নজির গড়তে পেরেছেন। ৫০টি ক্লিন শিটে নিজের নাম লিখিয়েছেন ২৮ বছরের হিমাচলের শটস্টপার। আইএসএলের ইতিহাসে কোনও গোলকিপারের এই রেকর্ড নেই।  

8/8

গোল হজম না করার সর্বাধিক মিনিট

Most Minutes Without Conceding A Goal

৫৭০ মিনিট কোনও গোল হজম করেনি মোহনবাগান! যা লিগে ইতিহাস, বিশাল, শুভাশিস, দীপেন্দু, অলড্রেড, আশিসরা যা করে দেখিয়েছেন তা অবিশ্বাস্য