Tangra Murder Case: নাবালকের বয়ানের ভিত্তিতেই প্রসূন দে'কে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেবে পুলিস? নাকি...

Tangra Murder Case Latest Updates: পর পর আপডেট। আপডেটের পর আপডেট এসেই চলেছে। আর এসব আপডেট আসছে নানা দিক থেকে, নানা অ্যাঙ্গেল থেকে। জন্ম দিচ্ছে নতুন নতুন তত্ত্বের। আর তাতে নতুন করে মোড় ঘুরছে ট্যাংরার ঘটনার।

| Feb 24, 2025, 14:41 PM IST

অয়ন ঘোষাল: ট্যাংরা-কাণ্ডে পর পর আপডেট এসেই চলেছে। আপডেট আসছে নানা দিক থেকে, নানা অ্যাঙ্গেল থেকে। আর তাতে নতুন করে মোড় ঘুরছে ঘটনার। এই মুহূর্তে পুলিসের কাছে দুটি রাস্তা খোলা। প্রথমটি অপেক্ষা করা। দ্বিতীয়টি, বেসরকারি হাসপাতাল থেকেই নাবালকের বয়ানের ভিত্তিতে প্রসূন দে'কে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেওয়া। নাবালকের বয়ানটা কী? কী বলেছে সে?

1/6

বাবা-কাকা মিলে

নাবালক ইতোমধ্যেই পুলিসকে জানিয়েছে যে, তার কাকা প্রসূন দে-ই খুন করেছেন! আর তার বাবা প্রণয় দে এ বিষয়ে নির্দেশ দিয়েছেন! (তথ্য: অয়ন ঘোষাল)। 

2/6

বিশদে জিজ্ঞাসাবাদ?

এই অবস্থায় পুলিস কী করতে পারে? বাড়ির লোকদের ফোনে পাওয়া গেলে তাঁদের হাসপাতালে এনে প্রয়োজনীয় কাগজপত্র সই করিয়ে নেওয়া এবং সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে সম্পূর্ণ সুস্থ করে বিশদে জিজ্ঞাসাবাদ করা। (তথ্য: অয়ন ঘোষাল)। 

3/6

গ্রেফতার?

দ্বিতীয়টি হল, বেসরকারি হাসপাতাল থেকেই নাবালক ভাইপোর বয়ানের ভিত্তিতে (নাবালক ইতোমধ্যেই পুলিসকে জানিয়েছে কাকা প্রসূনই খুন করেছেন, বাবা প্রণয় নির্দেশ দিয়েছেন) কাকা প্রসূন-কে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেওয়া। (তথ্য: অয়ন ঘোষাল) 

4/6

পাঁজরে আঘাত

তবে এক্ষেত্রে একটা বড় সমস্যা আছে। সমস্যা হল, পাঁজরে মারাত্মক আঘাত পাওয়া প্রসূন এক্ষুনি হেফাজতে নেওয়া বা জিজ্ঞাসাবাদ করার মতো জায়গায় নেই। সেক্ষেত্রে তাঁকে সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে, চিকিৎসা করিয়ে সুস্থ করে তবে পুলিস তদন্তের কাজ এগোতে পারে। আর তারা সেটাই করতে চাইছে বলে পুলিসসূত্রে দাবি। (তথ্য: অয়ন ঘোষাল)। 

5/6

পেপার প্রোটোকলে আটকে পুলিস?

তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল, নাবালক বলেছে, এখনও পর্যন্ত যেটুকু সে জানিয়েছে, তার থেকেও অনেক-অনেক বেশি তথ্য তার কাছে আছে। ফলে, তিনজনের সম্মিলিত বয়ান তদন্তের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছে তারা। কিন্তু পেপার প্রোটোকল অর্থাৎ, টেকনিক্যাল সমস্যায় আটকে গিয়েছে পুলিস। নাবালক নিরপরাধ। সে নিজেও অন্যতম ভিকটিম। সেক্ষেত্রে তাকে হাসপাতালে পুলিসি তত্ত্বাবধানে রাখতে হবে। তারপর শারীরিক পরীক্ষা করে হোমে পাঠাতে হবে! (তথ্য: অয়ন ঘোষাল)। 

6/6

শ্বশুর যদি নিজে থেকে না আসেন?

পুলিস তাই এখনও অপেক্ষাই করতে চাইছে। এর আগে শনিবার সন্ধ্যে ৬টা নাগাদ প্রণয়ের শ্যালক রুবি হাসপাতালে এসে পেপারওয়ার্ক কমপ্লিট করেছিলেন। আজও কি সন্ধে পর্যন্ত প্রসূনের শ্বশুরের হাসপাতালে নিজে থেকে আসার জন্য অপেক্ষা করবে পুলিশ? থাকছে প্রশ্ন। কারণ সম্পূর্ণ সুস্থ না হলেও যদি তাঁকে গ্রেফতার করা হয় তাহলে আদালতে প্রশ্নের মুখে পড়তে পারে পুলিস। আবার অসুস্থ অবস্থায় হেফাজতে নিলে পুনর্নির্মাণ-সহ অন্যান্য তদন্তের কাজেও খুব একটা অগ্রগতির সম্ভাবনা নেই। সেক্ষেত্রে? (তথ্য: অয়ন ঘোষাল)।