1/6
2/6
photos
TRENDING NOW
3/6
অভিনন্দনের আদিবাড়ী তামিলনাড়ুর থিরুপানামুর গ্রামে। ৩৪ বছর বয়সী অভিনন্দন ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির ছাত্র। প্রাথমিক লেখাপড়া চেন্নাইয়ের সৈনিক ওয়েলফেয়ার স্কুলে। বায়ুসেনায় যোগ দিয়ে প্রথম যুদ্ধবিমান ওড়ান ২০০৪ সালে। সুখোই-30 ওড়াতে ওস্তাদ অভিনন্দন উইং কমান্ডার হওয়ার পর মিগ-21 বাইসন স্কোয়াড্রনের দায়িত্ব পান।
4/6
5/6
6/6
অভিনন্দনের স্ত্রী তনভি মারওয়াও বায়ুসেনার অবসরপ্রাপ্ত স্কোয়াড্রন লিডার। অভিনন্দন ও তনভির দুই সন্তান। পরিবারের ঘনিষ্ঠরা বলছেন, আকাশযোদ্ধা অভিনন্দন বই পড়তে ভালোবাসেন। অসম্ভব ভাল বক্তা। বুধবার বিকেলের পর থেকে এই সৈনিকের চিন্তায় ঘুম ছুটেছে গোটা দেশের। কেউ প্রার্থনা করেছেন। কেউ কুর্নিশ জানিয়েছেন। অপেক্ষার অবসান। শেষমেশ ঘরে ফিরছে বীর আকাশযোদ্ধা। প্রহর গুণছে কাশ্মীর থেকে কন্যাকুমারী।
photos