এলাহাবাদ হচ্ছে প্রয়াগরাজ, অহমদাবাদ-হায়দরাবাদ-ঔরঙ্গাবাদের নয়া নাম কী হতে পারে?

Oct 14, 2018, 15:39 PM IST
1/13

নামবদল!

name change_1

উত্তরপ্রদেশের মুগলসরায় স্টেশনের নাম ইতিমধ্যেই বদলে গিয়েছে। নতুন নাম হয়েছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। 

2/13

নামবদল!

name change_2

এবার গঙ্গা-যমুনা সঙ্গম নগরী এলাহাবাদের নামবদলের চর্চাও চলছে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শনিবার বলেন,''মনে হয়, এলাহাবাদের নামবদলে সম্মতি দিয়েছেন রাজ্যপাল। দুই নদীর সঙ্গম স্থানকে প্রয়াগ বলে। উত্তরাখণ্ডে বিষ্ণু প্রয়াগ, রূদ্র প্রয়াগ, দেব প্রয়াগ ও কর্ণপ্রয়াগ রয়েছে''।   

3/13

নামবদল!

name change_3

অনেকেই বলছেন, ভারতের বিভিন্ন স্থানকে পুরনো নামে ফিরিয়ে দিতে চাইছে আরএসএস। 'বিদেশি' প্রভাব কমানোই তাদের লক্ষ্য।   

4/13

অহমদাবাদ

name change_4

অহমদাবাদের নাম কর্ণাবতী করার প্রস্তাব দিয়েছেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। হিন্দু রাজা করণ দেবের নামে শহরটির নামকরণ করার প্রস্তাব দিয়েছেন তিনি। তাঁর যুক্তি, এগারোশ শতকে শহরটি গড়ে তুলেছিলেন করণ দেব।    

5/13

ঔরঙ্গাবাদ

name change_5

মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের নাম শম্ভাজি নগর করার দাবি উঠেছে। ছত্রপতি শিবাজির পুত্র ছিলেন শম্ভাজি। নয়ের দশকে শিবসেনা-বিজেপি জোট সরকারের আমলে শুরু হয়েছিল এই প্রক্রিয়া।

6/13

হায়দরাবাদ

name change_6

দেবী ভাগ্যলক্ষ্মীর নামে ঐতিহ্যশালী হায়দরাবাদের নামকরণ ভাগ্যনগর করার প্রস্তাব উঠেছে।   

7/13

ভোপাল

name change_7

২০১১ সালে মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের নামবদলে  ভোজপাল করার ভাবনাচিন্তা করেছিলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। রাজা ভোজপালের সিংহাসন আরোহনের হাজার বছর পূর্তি উপলক্ষে এই পরিকল্পনা নিয়েছিল বিজেপি সরকার। তবে তাতে সম্মতি দেয়নি তত্কালীন ইউপিএ সরকার। 

8/13

গুরুগ্রাম

name change_8

ভারতের বিভিন্ন প্রসিদ্ধ শহরের নামবদল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সাম্প্রতিককালে iগুরগাঁওয়ের নয়া নামকরণ করা হয়েছে গুরুগ্রাম।   

9/13

মুম্বই

name change_9

১৯৯৬ সালে মুম্বাদেবীর নামে মহারাষ্ট্রের শহর বোম্বাই বদলে হয় মুম্বই। 

10/13

বেঙ্গালুরু

name change_10

২০১৪ সালে ব্যাঙ্গালোর হয় বেঙ্গালুরু। এছাড়াও কর্ণাটকের ১১টি শহরের নামও বদলে যায়। যেমন- ম্যাঙ্গালোর হয় মেঙ্গালুরু।

11/13

ওডিশা

name change_11

২০১১ সালে উড়িশা বদলে হয় ওডিশা।

12/13

পুডুচেরি

name change_12

২০১১ সালে পন্ডিচেরির নামকরণ করা হয় পুডুচেরি। 

13/13

কলকাতা

name change_13

পশ্চিমবঙ্গও বাদ নেই। একসময় দেশের রাজধানী ক্যালকাটা এখন কলকাতা।