'প্রণবানন্দজির সঙ্গে গভীর যোগ শ্যামাপ্রসাদ মুখার্জির', ভারত সেবাশ্রমে দাঁড়িয়ে উল্লেখ শাহের

Feb 18, 2021, 16:38 PM IST
1/9

নিজস্ব প্রতিবেদন : একসপ্তাহের ব্যবধানে ফের রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন নামখানায় পরিবর্তন যাত্রার সূচনার পাশাপাশি বালিগঞ্জের ভারত সেবাশ্রম সঙ্ঘেও যান শাহ।

2/9

বালিগঞ্জের ভারত সেবাশ্রম সঙ্ঘের ১২৫ তম বর্ষপূর্তির অনুষ্ঠানে উপস্থিত থাকেন অমিত শাহ। 

3/9

আধঘণ্টা ভারত সেবাশ্রম সঙ্ঘে ছিলেন অমিত শাহ। সেখানে স্বামী প্রণবানন্দজি মহারাজের আরতি করেন তিনি। 

4/9

কথা বলেন সঙ্ঘের স্বামীজিদের সঙ্গে। ভারত সেবাশ্রম সঙ্ঘের তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে বেশ কিছু উপহার তুলে দেওয়া হয়।

5/9

উপহার স্বরূপ স্বামী প্রণবানন্দজি মহারাজের ছবি, বই ও কলস তুলে দেওয়া হয় অমিত শাহের হাতে।  

6/9

শাহের আগমনে এদিন একটি সভার আয়োজন করা হয়েছিল ভারত সেবাশ্রম সঙ্ঘে। পরিশেষে সেখানে ভাষণ দেন তিনি।   

7/9

অমিত শাহ বলেন, "স্বামী প্রণবানন্দজি মহারাজের সঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক গভীর যোগ ছিল। তিনি যে দেশ তৈরির পরিকল্পনা তিনি করেছিলেন, বর্তমান ভারত সরকারের লক্ষ্য সেই বার্তা-ই সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া।" 

8/9

একইসঙ্গে সমাজের প্রতি সঙ্ঘের সেবা ব্রতের কথাও নিজের ভাষণে উল্লেখ করেন শাহ। 

9/9

পরে টুইট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লেখেন, "এই জায়গাটি মানবতার নৈতিক ও আধ্যাত্মিক অগ্রগতির একটি প্রধান কেন্দ্র। আমি যুবকদের স্বামীজির জীবন থেকে অনুপ্রেরণা গ্রহণে এবং দেশ গঠনে অবদান রাখার জন্য আহ্বান জানাই।"