নিজস্ব প্রতিবেদন: আজ মহামারীর বর্ষপূর্তি। গত বছর করোনার দাপটে যখন ত্রস্ত্র গোটা বিশ্ব। তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিদ্ধান্ত নেয় করোনাকে মহামারী ঘোষণা করা হবে। ১১ মার্চ করোনাকে মহামারি ঘোষণা করে WHO।
2/5
হু হু করে সংক্রমণ বাড়তে থাকে। চিনের সীমা পেরিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে কোণায় কোণায় পৌঁছে যায় ৫০ থেকে ২০০ ন্যানোমিটারের ওই ভাইরাস।
photos
TRENDING NOW
3/5
জ্বর গলা ব্যথা সহ বিভিন্ন উপসর্গে কাবু হয়ে যেতে শুরু করে বিশ্ববাসী। ভ্যাকসিনের আবিষ্কারে উঠে পড়ে লাগে বিজ্ঞানির দল। সারা বিশ্বজুড়ে করোনার সঙ্গে জুঝতে জুঝতে ক্লান্ত হয়ে ওঠে।
4/5
এরই মাঝে ভোল বদলায় করোনা। লক্ষ লক্ষ মানুষের প্রাণ যায়। স্বজন-পরিজন হারাতে থাকে মানুষ। যাদের শরীরে ভিন্ন রোগের বাস ছিল তাদের শরীরিক অবস্থা আরও আশঙ্কাজনক হয়ে ওঠে।
5/5
ঘোষিত হয় লকডাউন। বেহাল হয়ে যায় অর্থনৈতিক ব্যবস্থা। কাজ হারিয়ে, রোজগার বন্ধ হয়ে যায় অধিকাংশের। বছর শেষে আসে ভ্যাকসিন। খানিক কাবু করা সম্ভব হলেও, পুনরায় নয়া স্ট্রেনে ফিরেছে করোনা।