Anubrata Mandal: এখনও আসেনি নির্দেশ, জামিন পেলেও কেষ্টর কপালে কি জেলমুক্তি নেই?

Anubrata Mandal bail: অনুব্রতর আইনজীবী দাবি করেছিলেন গরু পাচারের টাকা যে সরাসরি অনুব্রত মণ্ডলের অ্যাকাউন্টে এসেছে তার কোনও প্রমাণ দেখাতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

Sep 21, 2024, 14:29 PM IST
1/6

অনুব্রত মণ্ডলের জামিন জটিলতা!

Anubrata Mondal

রাজীব চক্রবর্তী: কখন বেরোবেন অনুব্রত মণ্ডল? তা এখনও সুনিশ্চিত নয়! অনুব্রতর জামিনের লিখিত নির্দেশ এখনও আসেনি। বিচারকের মৌখিক নির্দেশের প্রেক্ষিতে ১০ লক্ষ টাকা 'বেল বন্ড' ইতিমধ্যেই জমা করেছেন অনুব্রত আইনজীবীরা।

2/6

অনুব্রত মণ্ডলের জামিন জটিলতা!

Anubrata Mondal

'বেলবন্ড' ভেরিফিকেশন চলছে। আজ শনিবার হওয়ায় এই ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সম্ভাবনা কম। নিয়ম অনুযায়ী,‌ তিহার জেলের কয়েদিদের 'রোল কল' হয় প্রত্যেকদিন বিকেল ৫টায়। তারপরেই জামিন পাওয়া কয়েদিদের মুক্ত করা হয়। 

3/6

অনুব্রত মণ্ডলের জামিন জটিলতা!

Anubrata Mondal

এখনও পর্যন্ত আদালতের নির্দেশ হাতে না আসায় আইনজীবীরা মনে করছেন সোমবার তিহাড় থেকে বেরোতে পারেন অনুব্রত। 

4/6

অনুব্রত মণ্ডলের জামিন জটিলতা!

Anubrata Mondal

গত ১৩ জুলাই সিবিআইয়ের মামলায় অনুব্রতকে আগেই জামিন দিয়েছিল দিল্লি হাইকোর্ট। এদিন  ইডি মামলায় অনুব্রত মণ্ডলের জামিন মঞ্জুর করেছেন রাউজ অ্যাভিনিউ আদালতের বিচারক জ্যোতি ক্লেয়ার।  

5/6

অনুব্রত মণ্ডলের জামিন জটিলতা!

Anubrata Mondal

এদিকে তিহাড় থেকে সোজা কলকাতায় ফিরবেন অনুব্রত। তাঁর সঙ্গে ফিরবেন সদ্য জামিনে মুক্ত পাওয়া তাঁর কন্যা সুকন্যাও‌। একই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কেষ্টর মেয়ে সুকন্যা মণ্ডলকেও দিল্লিতে ডেকে পাঠানো হয়। পরে তাঁকেও গ্রেফতার করা হয়। বাবার সঙ্গে তাঁরও ঠিকানা হয় তিহাড় জেল।

6/6

অনুব্রত মণ্ডলের জামিন জটিলতা!

Anubrata Mondal

কন্যা ১০ সেপ্টেম্বর মুক্তি পেয়েছেন। এবার মুক্তি পেতে চলেছেন বাবাও। গত বছর ৮ মার্চ দোলের দিন অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়েছিল ইডি। তারপর থেকে দিল্লির তিহাড় জেলে আছেন কেষ্ট।