লেখা নোট কি বাতিল না সচল? বিভ্রান্ত না হয়ে সত্যিটা জানুন...

Jan 09, 2023, 15:59 PM IST
1/6

লেখা নোট বাতিল?

scribbled notes are not Invalid 1

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নোটের উপর লেখা থাকলেই নাকি সেই নোট বাতিল! এমনই মেসেজ ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। 

2/6

ভাইরাল মেসেজ

scribbled notes are not Invalid 2

ভাইরাল হোয়াটসঅ্যাপ মেসেজে বলা হচ্ছে, ২০০০, ৫০০, ২০০ কি ১০০-র নোটে যদি লেখা থাকে, তবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নয়া গাইডলাইন অনুযায়ী সেই নোট বাতিল। 

3/6

সরকারের বক্তব্য

scribbled notes are not Invalid 3

কিন্তু এই খবরটি সম্পূর্ণ ভুয়ো। সরকার স্পষ্ট জানিয়েছে, লেখা নোট মোটেই বাতিল নয়। 

4/6

লেনদেন বৈধ

scribbled notes are not Invalid 4

বরং আরও বলা হয়েছে, ওই নোট দিয়ে লেনদেন বৈধ। তবে হ্যাঁ সরকার ক্লিন নোট পলিসির কথাও বলেছে।   

5/6

ক্লিন নোট পলিসি

scribbled notes are not Invalid 5

যে পলিসি অনুযায়ী, মানুষকে নোটে লেখালেখি করতে বারণ করা হয়েছে।  

6/6

নোটের আয়ুকাল

scribbled notes are not Invalid 6

কারণ নোটের উপর লেখালেখি করলে তার আয়ু কমে যায়।