স্তব্ধ তিলোত্তমাকে সচল করতে অ্যাকশনে সেনা, সকাল থেকে শুরু গাছ কাটার কাজ

May 24, 2020, 10:45 AM IST
1/5

নিজস্ব প্রতিবেদন : শনিবার সন্ধ্য়ার পর রবিবার সকাল হতেই ফের অ্যাকশনে সেনা। আমফানে স্তব্ধ কলকাতাকে সচল করতে, গতকাল থেকেই রাজপথে নেমেছে সেনা।   

2/5

যত দ্রুত সম্ভব গাছ কেটে রাস্তা পরিষ্কার করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে সেনা। বেহালা রায় বাহাদুর রোডে ঝড়ের পর থেকেই বেশ কয়েকটি গাছ পরে রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল।   

3/5

গতকাল রাতে সেনা জওয়ানরা ২টি গাছ কেটে পরিষ্কার করে। আজ সকাল থেকে তারা আবার গাছ কাটতে শুরু করল।    

4/5

বেহালার পাশাপাশি বালিগঞ্জেও শুরু হয়েছে গাছ কাটার কাজ। একইসঙ্গে সল্টলেকেও গাছ কাটতে শুরু করেছে সেনা।   

5/5

আমফান আছড়ে পড়ার থেকেই গাছ পড়ে অবরুদ্ধ সল্টলেক। এদিন সকালে সল্টলেকের ময়ূখ ভবন মোড়ে গাছ কাটার কাজ শুরু করে আর্মির টিম।