Asteroid | City Killer: নামেই লুকিয়ে মৃত্যু! হিরোশিমা বোমার ৫০০ গুণ বেশি ধ্বংস ক্ষমতা! 'সিটি-কিলার' আতঙ্কে বিজ্ঞানীরা...

City killer hits earth: পৃথিবীর খুব কাছে চলে আসবে এই গ্রহাণু! প্রমাদ গুনছেন বিজ্ঞারীরা...

Feb 11, 2025, 15:28 PM IST
1/5

সিটি-কিলারের সঙ্গে পৃথিবীর ধাক্কা লাগলে...

City Killer Asteroid

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'বেনু'র আগেই পৃথিবীর সঙ্গে ধাক্কা লাগতে পারে আরও এক গ্রহাণুর। ২০২৪ YR৪- এই গ্রহাণুর নাম দেওয়া হয়েছে সিটি-কিলার!

2/5

সিটি-কিলারের সঙ্গে পৃথিবীর ধাক্কা লাগলে...

City Killer Asteroid

আকারে একটা ফুটবলের মতো, ২০২৪ YR৪ এবার খ্রিস্টমাসের দিনই পৃথিবীর কান ঘেঁষে বেরিয়ে যায়। কিন্তু এর পরের বার তেমনটা হবে না বলেই জানাচ্ছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

3/5

সিটি-কিলারের সঙ্গে পৃথিবীর ধাক্কা লাগলে...

City Killer Asteroid

২০৩২ সালের ২২ ডিসেম্বর ফের পৃথিবীর খুব কাছে চলে আসবে এই গ্রহাণু। আর তখন ১.৬ শতাংশ সম্ভাবনা আছে পৃথিবীর সঙ্গে ধাক্কা লাগার। বিজ্ঞানীরা বলছেন, যদি ধাক্কা লাগে তাহলে বিশ্ব বিপর্যয় নেমে আসবে, এমনটা নয়। 

4/5

সিটি-কিলারের সঙ্গে পৃথিবীর ধাক্কা লাগলে...

City Killer Asteroid

তবে স্থানীয়ভাবে বেশ খানিকটা ক্ষয়ক্ষতি হবে। যে কারণে এই গ্রহাণুর নাম দেওয়া হয়েছে সিটি-কিলার। অভিঘাতে যে শক্তির উৎপন্ন হবে, তার ধ্বংসাত্মক ক্ষমতা হবে হিরোশিমা বোমার ৫০০ গুণ। 

5/5

সিটি-কিলারের সঙ্গে পৃথিবীর ধাক্কা লাগলে...

City Killer Asteroid

প্রসঙ্গত, ভূবিজ্ঞানীরা বলছেন, ২১৮২ সাল নাগাদ গ্রহাণু 'বেনু'-র সঙ্গে পৃথিবীর ধাক্কা লাগলেও লাগতে পারে। যার সম্ভাবনা ২৭০০ ভাগের মধ্যে ১ ভাগ!ধাক্কা লাগলে তীব্র কম্পনের সৃষ্টি হবে! হতে পারে ভয়াবহ ভূমিকম্প, ভয়ংকর দাবানল, প্রবল তাপের বিকিরণ!