Train Accident: ভয়ংকর! রেল বগিকে সজোরে ধাক্কা ইঞ্জিনের, গুরুতর আহত বেশ কয়েকজন যাত্রী...

Dinhata: ফের ট্রেন দুর্ঘটনা। রেল বগিকে সজোরে ধাক্কা ইঞ্জিনের। আহত বেশ কয়েকজন যাত্রী।

Feb 11, 2025, 15:20 PM IST
1/5

দেবজ্যোতি কাহালি: ফের রেল দুর্ঘটনা। ট্রেনের ইঞ্জিন ঘোরানোর সময় দিনহাটার বামনহাট রেল স্টেশনে রেল বগিকে ধাক্কা ইঞ্জিনের। ধাক্কার জেরে গুরুতর আহত কয়েকজন যাত্রী। 

2/5

জানা গিয়েছে, বামন হাট থেকে শিলিগুড়ি 15468 প্যাসেঞ্জার ট্রেনটি আজ বামনহাট রেলস্টেশনে পৌঁছে সেখানে যাত্রী নামায়।

3/5

তারপর পুনরায় যখন শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য ইঞ্জিনের অভিমুখ ঘোরানোর জন্য রেল বগি থেকে ইঞ্জিনের সংযোগ বিচ্ছিন্ন করে।  

4/5

ইঞ্জিন ঘুরিয়ে নিয়ে আসার সময় পুনরায় সংযোগ করার মুহূর্তে দাঁড়িয়ে থাকা রেল বগিকে সজোরে ধাক্কা মারে।  

5/5

ধাক্কার জেরে ইঞ্জিনের সঙ্গে সংযোগকারী প্রথম বগিটির বেশ কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং সেই বগিতে থাকা বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়।