Jalpaiguri: আতঙ্কের সময় মাসের পর মাস কেটেছে হাসপাতালে, চাকরি হারিয়ে অবস্থান বিক্ষোভে ৭৫ করোনা যোদ্ধা

Dec 01, 2021, 13:49 PM IST
1/5

করোনা রোগীর সংখ্যা এখন তলানিতে। বুধবার ১ ডিসেম্বর থেকে বসিয়ে দেওয়া হল জলপাইগুড়ি কোভিড হাসপাতলের ৭৫ জন অস্থায়ী কর্মীকে। এখন কাজ ফিরে পাওয়ার দাবিতে হাসপাতালে অবস্থান বিক্ষোভে বসলেন ওইসব কোভিড যোদ্ধারা।

2/5

হাসপাতাল সুত্রে জানা গিয়েছে, এখন করোনা রোগীর সংখ্যা একেবারে তলানিতে। মঙ্গলবার জলপাইগুড়ি কোভিড হাসপাতালে রোগীর সংখ্যা ছিল ৪ জন। গত কয়েকমাস ধরে একই চিত্র। তাই জলপাইগুড়ি বিশ্ববাংলা কোভিড হাসপাতালের বিভিন্ন বিভাগে কর্মরত ৭৫ জন অস্থায়ী কর্মীর কাজ বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য দপ্তর।   

3/5

রোহিনী রায় নামে এক অস্থায়ী কর্মী বলেন, অ্যাম্বুলেন্স চালাতাম। সমস্ত কোভিড রোগীদের আমি হাসপাতালে আনাই আমার কাজ। করোনা হাসপাতাল শুরু হবার পর আমাদের নিয়োগ করা হয়। করোনা রোগীদের নিয়ে ওঠবস করতাম বলে প্রথম প্রথম পাড়ার লোক আমাদের বাড়ি ফিরতে দিত না। বাড়ি ছেড়ে মাসের পর মাস এই হাসপাতালে কাটিয়েছি। আজ আমাদের এখান থেকে বাদ দিয়ে দেওয়া হোল। আমরা চাই আমাদের পুনরায় নিয়োগ করা হোক। নইলে আমরা বাড়ি ফিরব না।

4/5

ঘটনায় হাসপাতাল সহকারি সুপার সুস্নাত  রায় জানান, ৩০ নভেম্বর শেষ কাজ ছিল। স্বাস্থ্য দপ্তরের নির্দেশে বলা হয়েছে। কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। নার্সিং, সাফাই, ডেটা অপারেটর, কোভিড রোগীকে বাথরুমে নিয়ে যাওয়া, অক্সিজেন টেকনিশিয়ান-সহ ৭৫ জন কর্মীর কাজ গেছে।

5/5

সুস্নাত রায় আরও বলেন, এরা এখনও বিনে পারিশ্রমিকে পরিষেবা দিচ্ছে। তাই পরিষেবা বন্ধ হয়ে যায়নি। কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশের অপেক্ষায় রয়েছি।