Baba Vanga Prediction 2025: টাকার বন্যা বইবে, হবে স্বপ্ন পূরণ, জানুন ২০২৫ সালে এই ৫ রাশির জন্য বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী

Dec 22, 2024, 20:46 PM IST
1/6

বাবা ভাঙ্গা

বাবা ভাঙ্গা

মারা গিয়েছিলেন ১৯৯৬ সালে। কিন্তু যত দিন বেঁচেছিলেন ততদিন পৃথিবীকে ভয় ধরিয়ে দেওয়ার মতো কিছু ভবিষ্যদ্বাণী করেছিলেন বুলেগিরার মিস্টিক বাবা ভাঙ্গা। তিনি নিজে অন্ধ ছিলেন কিন্তু যেসব ভবিষ্যদ্বাণী করছিলেন তা চোখ খুলে দিয়েছিল গোটা বিশ্বের। বিশ্ব বাণিজ্যকেন্দ্র হামলা, চেরনোবিল দুর্ঘটনা, প্রিন্সেস ডায়নায় মৃত্যুর মতো ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছে হুবহু। সেই বাবা ভাঙা ২০২৫ সালের জন্য কী বলেছেন এই ৫ রাশির জন্য। দেখে নিন-

2/6

কুম্ভ

কুম্ভ

বাবা ভাঙ্গার কথা অনুযায়ী ২০২৫ সাল বিশাল লাভজন হতে চলেছে কুম্ভ রাশির জন্য। পেশাগত জীবনে প্রচুর সাফল্য পেতে পারেন এই রাশির জাতকরা। শনির কৃপা থাকবে এই রাশির উপরে। অনেক স্বপ্ন পূরণের সুযোগ আসবে।

3/6

মিথুন

মিথুন

মিথুন রাশির জন্য ২০২৫ সালে বড় পরিবর্তন আসছে। কাজের জায়গায় বড় সাফল্য পেতে পারেন। বাধা কেটে ভাগ্য থাকবে সহায়। সাহস করে যে কোনও কাজে এগিয়ে যান। এই বছরটা আপনার! আর্থিক পরিস্থিতির উন্নতি করে ভবিষ্যৎ নিশ্চিত করার সুবর্ণ সুযোগ পাবেন।

4/6

মেষ

মেষ

মেষ রাশির জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো বছর হতে চলেছে ২০২৫ । কোনও স্বপ্ন আর অধরা থাকবে না। বহু ক্ষেত্রে সাফল্যের বড় যোগ রয়েছে। বছরভর টাকার বৃষ্টি হবে এই রাশির উপরে।

5/6

কর্কট

কর্কট

২০২৫ সালে অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে। পরিশ্রমের ফল পাবেন। আর্থিক পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে। যে কোনও কাজে হাত দিলেই সাফল্য অবধারিত।  

6/6

বৃষ

বৃষ

আর্থিক পরিস্থিতির উন্নতি হবে বৃষ রাশির মানুষদের। বহু দিনের স্পপ্ন সফল হবে। কোনও জায়গায় বিনিয়োগের সুযোগ পাবেন। অর্থ সংকট মিটবে। পেশাগত জীবনে বড় সাফল্যের যোগ রয়েছে।