Baba Vanga Predictions: 'বাবা' মানে 'মা'? ২০২৫-য়ে ভয়ংকর কীসের সূচনা? পৃথিবী ধ্বংসের দিন-তারিখ মিলিয়ে দিয়েছেন বাবা ভাঙ্গা...

Know What Baba means in Baba Vanga: ফরাসি ভবিষ্যদ্বক্তা নসট্রাদামুসের মতোই বিখ্যাত 'বুলগেরিয়ার নসট্রাদামুস' বাবা ভাঙ্গা। ২০২৪ সাল নিয়ে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী প্রায় অক্ষরে-অক্ষরে ফলে গিয়েছে! আর ২০২৫ সাল তো সবে পড়েছে। এরই মধ্যে এই বছরটি নিয়ে বাবা ভাঙ্গার করা বেশ কিছু ভবিষ্যদ্বাণী মিলতে শুরু করে দিয়েছে! আশ্চর্য!

| Feb 09, 2025, 13:19 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আপনারা কি জানেন, বাবা ভাঙ্গা একজন মহিলা? অনেকেই হয়তো এটা জানেন না! বাবা ভাঙ্গা অন্ধ বলেই আমরা জানি। আচ্ছা, উনি কি জন্ম থেকেই অন্ধ? না, বাবা ভাঙ্গা মাত্র ১২ বছর বয়সে অন্ধ হয়ে যান! তারপর সারাটা জীবন তিনি অন্ধত্বকে বহন করেই বেঁচেছেন। তিনি তাঁর প্রায় নিখুঁত ভবিষ্যদ্বাণীর জন্য বিখ্য়াত ও বহুলপরিচিত। যখন যা ঘটবে বলে গিয়েছেন, মোটামুটি তেমনই ঘটেছে। প্রাকৃতিক বিপর্যয়, যুদ্ধ, মহামারি-- প্রায় সব কথাই মিলে গিয়েছে। এমনকি, এই হালে, ২০২৪ সাল নিয়ে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীও প্রায় অক্ষরে-অক্ষরে ফলে গিয়েছে! শুধু কি তাই? ২০২৫ সাল তো সবে পড়েছে। এরই মধ্যে বাবা ভাঙ্গার বেশ কিছু ভবিষ্যদ্বাণী মিলতে শুরু করে দিয়েছে! আশ্চর্য!

1/7

'বাবা' মানে 'মা'?

বাবা ভাঙ্গা নামের 'বাবা' শব্দের অর্থ, জানেন? উনি বুলগেরিয়ার মানুষ হলেও বিষয়টির সঙ্গে ভারতীয় সংস্কৃতির এক অদ্ভুত মিল রয়েছে। বুলগেরিয়ান ভাষায় 'বাবা' মানে আসলে বয়স্কা মহিলা, ঠাকুমাবা দিদা বা ওই জাতীয়! 

2/7

প্রতিভার বিচ্ছুরণ

খুব কম বয়সেই বাবা ভাঙ্গার প্রতিভার বিচ্ছুরণ দেখা গিয়েছিল। খুব কম বয়স থেকেই তিনি ভবিষ্যদ্বাণী করতেন। পরে তিনি এ সব বিষয় নিয়ে গভীর চর্চা করেন। 

3/7

অক্ষরে-অক্ষরে

তিনি অক্ষরে-অক্ষরে মিলিয়ে দিয়েছিলেন বিশ্বের বড় বড় সব অঘটন। যেমন, ১৯৮৯ সালের বার্লিন দেওয়াল ভেঙে পড়া, ২০০৪ সালের ভারত মহাসাগরের ভয়াবহ সুনামি, ২০১৬ সালের ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে আসা, ২০২০ সালে করোনা অতিমারি!  

4/7

২০২৫-আশঙ্কা

১৯১১ সালে ৩১ জানুয়ারি বুলগেরিয়ার স্ট্রুমিকায় বাবা ভাঙ্গার জন্ম। ১৯৯৬ সালের ১১ অগস্ট তাঁর মৃত্যু। দেখতে গেলে বাবা ভাঙ্গা নস্ট্রাদামুসের মতো প্রাচীন নন, তিনি যেন ধরা-ছোঁয়ার মধ্যে। 

5/7

ভবিষ্যদ্বাণী সত্য

মৃত্যুর পরেই যেন বেশি বিখ্যাত হন বাবা ভাঙ্গা। কেননা, তাঁর একের পর পর এক ভবিষ্যদ্বাণী সত্য হতে দেখা যেতে থাকে তখন। তাঁর উপর নজর ঘুরে যায় সারা বিশ্বের। 

6/7

এই ২০২৫ সালেই

এই ২০২৫ সাল নিয়েও তিনি বহু পূর্বাভাস দিয়েছেন! মানবজাতি তথা এ বিশ্বের শেষের শুরুর সূচনা নাকি এই বছর থেকেই! বাপরে! তবে, এখনই ধ্বংস হয়ে যাচ্ছে না এই সৃষ্টি-- সেটা হতে হতে ৫০৭৯ সাল! মানে, আরও ৩০৫৪ বছর আমরা বহাল তবিয়তে থাকব! যাক বাবা! 

7/7

মুসলিম শাসনের অধীন

২০২৫ সাল নিয়ে বাবা ভাঙ্গা আরও নানা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। যেমন, বলেছেন, ইউরোপে ওলটপালট ঘটবে। বহু মানুষের মৃত্যু হবে, ক্ষয়ক্ষতি ধ্বংস ঘটবে এই মহাদেশে। এবং এই সবের মধ্যে দিয়ে মাত্র ১৮ বছর পরেই মুসলিম শাসনের অধীন হবে সারা ইউরোপ! শুধু তাই নয়, এর আরও ৩৩ বছর পরে ঘটবে আর এক ম্য়াজিক! সারা বিশ্বেই উত্থান ঘটবে বামপন্থীদের। দেখা যাক!