Narkeldanga Fire: ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। নারকেল ডাঙার বস্তিতে ভয়াবহ আগুন! ঘটনাস্থলে দমকলের ১৫টির বেশি ইঞ্জিন।
Feb 09, 2025, 00:10 AM IST
1/6
সৌমেন ভট্টাচার্য: ফের শহরে অগ্নিকাণ্ড। নারকেলডাঙা বস্তিতে বিধ্বংসী আগুন।
2/6
এলাকা ঘিঞ্জি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ১৫টির বেশি দমকল ইঞ্জিন। আগুন নেভানোর কাজে স্থানীয়রা নেমে পড়েছেন।
photos
TRENDING NOW
3/6
রাত ১১টা নাগাদ আগুন লেগেছে বলে জানা গিয়েছে। স্থানীয়দের প্রাথমিক অনুমান, ঝুপড়ির পাশে বড় লড়ি দাঁড় করানো ছিল। লড়ির মধ্যে কার্টুন মজুত ছিল। সেখান আগুন লেগেছে বলে তাদের দাবি।
4/6
প্রায় ২০ টি বেশি ঝুপড়ি ভস্মীভূত। কিছু ঝুপড়ি গোডাউন হিসাবে ব্য়বহার করা হত। যাতে কাপড়ের ছাঁট, জুতোর ছাঁট মজুত ছিল। সেগুলি পুড়ে ছাই।
5/6
কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা।
6/6
আগুন লাগার ফলে মুহুর্মুহু সিলিন্ডার বিস্ফোরণের আওয়াজ। ঠিক কী কারণে আগুন লাগে তা এখনও জানা