Tanmay Bhattacharya: বইমেলায় বিজেপি স্টলে তন্ময় ভট্টাচার্য, নিলেন ৫টি বই... জাগো বাংলায় যেতেও অস্বস্তি নেই!

Tanmay Bhattacharya at BJP stall: আমার কাছে কোনও সমস্যা না। আমি চলে যেতেই পারি। 

Feb 08, 2025, 20:21 PM IST
1/5

বইমেলার বিজেপি স্টলে তন্ময় ভট্টাচার্য!

Tanmay Bhattacharya at BJP stall

মৌমিতা চক্রবর্তী: বইমেলায় বিজেপি স্টলে তন্ময় ভট্টাচার্য! বইমেলার ১৬০ নম্বর স্টল,বিজেপির জনবার্তা-র স্টল, সেই স্টলে ঢুকে পড়লেন সাসপেন্ড হওয়া সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। সেই ছবি সামনে আসতেই বেশ শোরগোল পড়ে গিয়েছে। বিজেপির ৫টা বইও নেন তিনি স্টল থেকে। যদিও এঘটনা তেমন গুরুত্ব দিতে নারাজ তন্ময় ভট্টাচার্য।

2/5

বইমেলার বিজেপি স্টলে তন্ময় ভট্টাচার্য!

Tanmay Bhattacharya at BJP stall

তাঁর কথায়, "আমি বিজেপির স্টলে গিয়েছি। আমি কংগ্রেসের স্টলে গিয়েছি। বইমেলায় আমি প্রতিদিন আসি এবং সব স্টল ঘুরি... ওরা একটা বইয়ের স্টল করেছে, সেখানে আমি ঢুকেছি। ওরা ছবি তুলেছে, তুলেছে। সেই ছবি ওরা ফেসবুকে দিয়েছে, দিয়েছে। তার থেকে সবাই জেনেছে, জেনেছে। সংকীর্ণতা ওদের মধ্যে থাকতে পারে! আমার মধ্যে তো নেই।"

3/5

বইমেলার বিজেপি স্টলে তন্ময় ভট্টাচার্য!

Tanmay Bhattacharya at BJP stall

বই নেওয়ার প্রসঙ্গে তন্ময় ভট্টাচার্য জানান, "আমি কোনও বই কিনিনি। ওরা আমাকে ৫টা চটি বই গিফট করেছে। আমি যে সময় যুব আন্দোলনের রাজ্যের নেতা ছিলাম, সেইসময় ওদের যে যুবর সভাপতি অমিতাভ ছিল, সে স্টলে ছিল। সে ন্যাচারালি যুব আন্দোলনের সময় থেকেই আমায় চেনে। সে-ই আমাকে ওয়েলকাম করল। বসতে বলল। চা খাওয়ালো।"

4/5

বইমেলার বিজেপি স্টলে তন্ময় ভট্টাচার্য!

Tanmay Bhattacharya at BJP stall

আরও বলেন, "ওদের অনেকেই আমার সঙ্গে ছবি তুলেছেন। তাদের মধ্যেই কেউ ছবি ফেসবুক থেকে দিয়েছে। তার থেকেই সবাই জেনেছে। আমার কাছে এটা কোনও আশ্চর্য হওয়ার মতো ঘটনা নয়।"

5/5

বইমেলার বিজেপি স্টলে তন্ময় ভট্টাচার্য!

Tanmay Bhattacharya at BJP stall

বিজেপির মতো জাগো বাংলার স্টলেও তিনি যাবেন কিনা, সেই প্রশ্নের উত্তরে তন্ময় ভট্টাচার্য বলেন, "প্রায় সব স্টলেই আমি যাই। জাগো বাংলায় আমি একবার ঢুকেছিলাম। এবারে ঢুকিনি এখনও অবধি। চলে যেতেই পারি জাগো বাংলায়। আমার কাছে কোনও সমস্যা না। আমি চলে যেতেই পারি। আমার মাথায় কাস্তে-হাতুড়ি সিম্বল দেওয়া টুপি আছে। এই টুপিটা পরেই আমি চলে যেতে পারি। আমার কোনও অস্বস্তি নেই। তবে জাগো বাংলা সত্যি হবে কিনা, আমি জানি না।"