Bangladesh Ilish: পুজোর জবর খবর! গলল বরফ, পদ্মার তাজা ইলিশ পড়বে পাতে...

Bangladesh Export Ilish to India: বাংলাদেশের বাণিজ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দুর্গা পুজোর আগেই ভারতে পাঠানো হবে ৩ হাজার মেট্রিক টন ইলিশ।

Sep 21, 2024, 15:30 PM IST
1/6

রাজীব চক্রবর্তী: পুজোয় মিলবে বাংলাদেশের ইলিশ। দুর্গাপুজো উপলক্ষ্যে ভারতে ৩ হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিল বাংলাদেশের নতুন সরকার।

2/6

যারা ইলিশ রপ্তানি করতে চান তাঁদের আগামী ২৪ সেপ্টেম্বর বেলা ১২টার মধ্যে বাণিজ্য মন্ত্রকে আবেদন করতে বলা হয়েছে বাংলাদেশের তরফে। 

3/6

প্রতিবারই দুর্গাপুজোর আগে ভারতে ইলিশ পাঠায় বাংলাদেশ সরকার। অন্তত, বিগত কয়েকটি বছরে তা রীতিমতো রেওয়াজে পরিণত হয়েছিল। 

4/6

তবে এবারে আর পুজোর আগে ইলিশ পাঠানো হবে না বলে গত ৩ সেপ্টেম্বর এক বিবৃতিতে জানিয়েছিলেন বাংলাদেশ সচিবালয়ের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। 

5/6

এমন অবস্থায় ভারতের মৎস আমদামিকারকদের পক্ষ থেকে দুর্গাপূজার সময় ইলিশ পাঠানোর আবদার করে বাংলাদেশের কাছে চিঠি পাঠানো হয়। 

6/6

এর জবাবে বাংলাদেশ জানায়, 'আমরা ক্ষমা চাইছি, কিন্তু আমরা ভারতে কোনও ইলিশ পাঠাতে পারব না। এটি দামি মাছ। আমরা দেখেছি আমাদের দেশের মানুষই ইলিশ খেতে পারেন না। কারণ সব ভারতে পাঠানো হয়।'