Bangladesh Currency Notes: মুজিবকে সরিয়ে দিয়ে টাকায় এবার কীসের ছবি আনতে চলেছে বদলের বাংলাদেশ? অবিশ্বাস্য...

Bangladesh To Remove Sheikh Mujibur Rahmans Image Off Currency Notes: মুজিবের ছবি নাকি থাকছে নোটে। প্রসঙ্গত, এখনও বাংলাদেশের সবক'টি নোট ও স্মারক মুদ্রায় শোভা পাচ্ছে শেখ মুজিবুর রহমানের ছবিই। কিন্তু পরে কী হবে? যা শোনা গিয়েছিল, তা কি সত্যি? সম্পূর্ণ বদলে যাচ্ছে বাংলাদেশের টাকা?

| Feb 19, 2025, 16:24 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ১৯ মার্চ থেকে বাজারে ৫, ২০ ও ৫০ টাকার নতুন নোট ছাড়বে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। জানা গিয়েছে, এই নোটগুলিতে বর্তমানে প্রচলিত নোট অর্থাৎ, পদত্যাগ করা গভর্নর আব্দুর রউফ তালুকদারের সই ও শেখ মুজিবুর রহমানের ছবিই থাকছে। তবে নতুন ডিজাইনের যে নোট ছাড়ার কথা বলা হচ্ছিল, যে নোটে থাকবে না শেখ মুজিবুর রহমানের ছবি, সেই নোট মিলবে আগামী ঈদ-উল-আজহার সময়ে।

1/6

বাংলাদেশ ব্যাংক

বুধবার (১৯ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। তিনি বলেছেন, এই মুহূর্তে বিপুল পরিমাণ আগের ছাপানো নোট বাংলাদেশ ব্যাংকের কাছে রয়েছে। সেই অর্থের যাতে অপচয় না হয়, সেজন্য নতুন ডিজাইনের নোট এখনই না ছাপিয়ে পুরনো নোটই ব্যবহার করা হবে। এই নোটগুলি বাতিল করলে বিপুল অঙ্কের অর্থের অপচয় ঘটবে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক এই অপচয় চাইছে না।

2/6

নতুন নোট এপ্রিলেই?

আগে থেকে ছাপানো নোটগুলিই আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে বাজারে ছাড়া হবে বলে জানিয়েছেন আরিফ হোসেন খান। তবে তিনি বলেছেন, আগামী এপ্রিল-মে মাস নাগাদই নতুন ছাপা নোট বাজারে চলে আসবে।

3/6

নোট বিনিময়

ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ১৯ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত নতুন নোট বিনিময় করবে বাংলাদেশ ব্যাংক। সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া ঢাকার বিভিন্ন ব্যাংকের ৮০টি শাখা ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের মাধ্যমে ৫, ২০ ও ৫০ টাকা মূল্যের নতুন নোট বিনিময় করা হবে। মুজিবের ছবি নাকি থাকছে এই নোটে। প্রসঙ্গত, এখনও বাংলাদেশের সবক'টি নোট ও স্মারক মুদ্রায় শোভা পাচ্ছে শেখ মুজিবুর রহমানের ছবিই। 

4/6

নতুন নোটের ডিজাইন

এর আগে গত ৮ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের বোর্ডের মিটিংয়ে নতুন ডিজাইনের নতুন নোট প্রচলনের সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী, ২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোটের ডিজাইন বদলানো হবে।

5/6

নোটে মসজিদ?

এবং তখনই বাংলাদেশ ব্যাংকের বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছিল, নতুন নোটে শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না। তখনই ইঙ্গিত মিলেছিল, নোটে নতুন করে যুক্ত হবে ধর্মীয় নির্মাণ, মানে মসজিদই নিশ্চয়ই, না হলে আর কী? জানা গিয়েছিল, এর পাশাপাশি নোটে থাকবে বাঙালি ঐতিহ্য, থাকবে জুলাই বিপ্লবের গ্রাফিতিও!

6/6

৭১ থেকে মুজিব

৭১-এর মুক্তিযুদ্ধের পরই বাংলাদেশের টাকা এবং কয়েনে বঙ্গবন্ধুর ছবি শোভা পেয়ে এসেছে। বাংলাদেশে নানারকম রাজনৈতিক টালমাটাল ঘটেছে বটে, তবে তাতেও বদলায়নি তাঁর ছবি। তবে শোনা গিয়েছিল, নোট থেকে মোছা হবে মুজিবের ছবি।