Radhika Apte pumps breastmilk: স্তন্যদান করতে করতে মদ্যপান, বাথরুম থেকে ভাইরাল ছবিতে রাধিকার গায়ে কলঙ্ক...!

 Radhika Apte: অন্তঃসত্ত্বা হতে না চেয়েও তিনি গর্ভধারণ করেছেন এমন এক মন্তব্য করেছিলেন তিনি। তা নিয়ে সমালোচিত হতে হয়েছিল তাঁকে। এবার বিতর্ক স্তন দুগ্ধ পাম্পে। 

Feb 19, 2025, 14:25 PM IST
1/5

রাধিকা আপ্তে

Radhika Apte

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কেউ সমালোচনা করছেন, তো কারও মুখে প্রশংসার বাক্য। রাধিকা আপ্তের সাম্প্রতিক ছবি ঘিরে চর্চার শেষ নেই। ব্রিটিশ ফিল্ম অ্যাকাডেমি ফিল্ম আওয়ার্ড তথা বাফটা-র রেড কার্পেটে হাঁটবেন রাধিকা। সেখানের ছবি সামনে আসতেই জল্পনা তুঙ্গে। 

2/5

রাধিকা আপ্তে

Radhika Apte

বলিউড থেকে পশ্চিম, দাপিয়ে বেড়াচ্ছেন রাধিকা। দু'মাসের ছোট্ট মেয়েকে রেখে প্রায় সারাক্ষণ- ছোটাছুটির মধ্যেই রয়েছেন তিনি।  এদিন দেখা যাচ্ছে রাধিকা স্তনের দুধ পাম্প করছেন তাঁর সন্তানের জন্য। অন্য হাতে শ্যাম্পেনের গ্লাস। বাথরুমের ভিতরে দাঁড়িয়ে তুলেছেন এই ছবি।

3/5

রাধিকা আপ্তে

Radhika Apte

ক্যাপশনে লেখেন, 'এটাই এখন আমার বাফটা রিয়্য়ালিটি। আমি নাতাশাকে ধন্যবাদ জানাতে চাই। ওর সাহায্য ছাড়া আমার পক্ষে বাফটায় অংশ নেওয়া সম্ভব ছিল না। ও শুধু আমায় বাথরুমে ব্রেস্ট পাম্পিং মেশিনই এনে দেয়নি, একই সঙ্গে আমায় একটা শ্যাম্পেনের গ্লাসও এনে দিয়েছে।'

4/5

রাধিকা আপ্তে

Radhika Apte

মা হওয়া মানেই নিজের ইচ্ছের বিসর্জন দেওয়া সেটা মনে করেন না রাধিকা। প্রথম বার বাফটা অনুষ্ঠানেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন। এদিন তিনি আরও লেখেন, 'নতুন মা হলে কাজ করাটা কঠিন। ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন যত্ন খুবই বিরল।'

5/5

রাধিকা আপ্তে

Radhika Apte

সন্তান জন্ম দেওয়ার এক সপ্তাহের মধ্যেই কাজ শুরু করে দিয়েছেন। সন্তানকে বুকে নিয়েই ল্যাপটপে মিটিং সেরে নিচ্ছিলেন রাধিকা। ২০১১ সালে ব্রিটিশ সঙ্গীতশিল্পী ও সুরকার বেনেডিক্ট টেলরের সঙ্গে লন্ডনে লিভ-ইন শুরু করেন রাধিকা। তারপরের বছরই জানা যায় যে তাঁরা আইনি বিয়ে সেরে ফেলেছেন। বিয়ের ১২ বছর পর অন্তঃসত্ত্বা হন রাধিকা।