Rain Forecast for Kolkata: আর কিছুক্ষণ পরেই ঝড় বইবে কলকাতার বুকে? নামবে ভয়ংকর বৃষ্টি? ভাসবে শহর? জারি কমলা সতর্কতা...

Rain Forecast for Kolkata Nadia North 24 Parganas: এসে গেল এ-শহরের আবহাওয়ার 'লোকাল ফোরকাস্ট'। কী বলা হল এতে? ঝড়-বৃষ্টি হবে? কোথায়-কোথায়?

| Feb 19, 2025, 14:23 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এসে গেল এ-শহরের আবহাওয়ার 'লোকাল ফোরকাস্ট'। কী বলা হল এতে? ঝড়-বৃষ্টি হবে? উত্তর ২৪ পরগনাতেও ঝোড়ো হাওয়া-সহ বৃষ্টি আসছে?

 

1/6

আকাশ আংশিক মেঘলা

বলা হয়েছে, শহরের আকাশ আংশিক মেঘলা থাকবে। (তথ্য: অয়ন ঘোষাল)

2/6

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা, সঙ্গে ঝোড় হাওয়া। হাওয়ার গতি? ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা।  (তথ্য: অয়ন ঘোষাল)

3/6

সন্ধের পরে

কখন হবে? আজ, বুধবার মোটামুটি সন্ধের পর থেকেই এটা শুরু হবে বলে মনে করা হচ্ছে। (তথ্য: অয়ন ঘোষাল)

4/6

২৯ ও ২৩ ডিগ্রি

ম্যাক্সিমাম ও মিনিমাম টেম্পারেচার হতে পারে যথাক্রমে ২৯ ডিগ্রি ও ২৩ ডিগ্রি। (তথ্য: অয়ন ঘোষাল)

5/6

উত্তর ২৪ পরগনায়

কয়েক ঘণ্টা আগে বলা হয়েছিল, উত্তর ২৪ পরগনাতেও ঝোড়ো হাওয়া-সহ বৃষ্টি আসছে। জারি হলুদ সতর্কতা! (তথ্য: অয়ন ঘোষাল)

6/6

কমলা সতর্কতা

মাত্র কয়েক মিনিট আগের ফোরকাস্ট থেকে জানা গেল, শুধু উত্তর ২৪ পরগনা নয়, নদীয়া জেলাতেও বৃষ্টি হবে, ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে বইবে ঝোড়ো হাওয়া। এই দুই জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। (তথ্য: অয়ন ঘোষাল)