রাজ্যে ঢুকেছে টন টন বাংলাদেশি ইলিশ, কাল সকালেই পৌঁছে যাবে বাজারে, জেনে নিন কত হতে পারে দাম

Sep 30, 2019, 21:16 PM IST
1/4

৭ বছরের অপেক্ষা শেষ। আগামিকালই কলকাতার বাজারে পৌঁছতে চলেছে বাংলাদেশের ইলিস। সোমবারই পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছে ইলিসভর্তি ৮টি ট্রাক। পাইকারি বাজারে নিলামের পর মঙ্গলবার সকালেই তা পৌঁছে যাবে কলকাতার বাজারগুলিতে। 

2/4

শেষ বার ২০১২ সালে ভারতে ঢুকেছিল বাংলাদেশের ইলিস। তার পর ঢুকল সোমবার। এদিন ৮টি ট্রাকে প্রায় ৩০ টন ইলিশ ঢুকেছে ভারতে। প্রায় ৮ বছর ভারতে ইলিশ রফতানিতে নিষেধাজ্ঞা জারি করে রেখেছিল হাসিনা সরকার। সেই নিষেধাজ্ঞা তুলে এপারের বাঙালিকে শারদোৎসবের উপহার হিসাবে ৫০০ টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। তারই প্রথম ক্ষেপ সোমবার ঢুকেছে ভারতে। 

3/4

সোমবার ৩০ টন ৬০০ কিলোগ্রাম ইলিশ ঢুকেছে ভারতে। প্রতিটি মাছের ওজন ১ কেজি থেকে ১.৫ কেজি। কাস্টমস ক্লিয়ারিং এজেন্টদের তরফে জানানো হয়েছে, ভারতের এক মাছ ব্যবসায়ী এই মাছ আমদানি করেছেন।   

4/4

সোমবারই সেই ইলিশ ভর্তি ট্রাক পৌঁছেছে কলকাতায়। রাতে পাইকারি বাজার হয়ে মঙ্গলবার সকালে পৌঁছে যাবে শহরের বড় বাজারগুলিতে। মঙ্গলবার সকালে বাংলাদেশের ইলিশ মিলবে মানিকতলা বাজার, এন্টালি মার্কেট, গড়িয়াহাট বাজারের মতো শহরের বড় বাজারগুলিতে। প্রতি কেজি মাছের দাম হতে পারে ২,০০০ থেকে ৩,০০০ টাকা।