Salt Vastu: এক চিমটে নুন জীবনে যে কী অপ্রত্যাশিত ম্যাজিক ঘটিয়ে ফেলতে পারে, শুনলে বিস্মিত হবেন! শুধু জানতে হবে ছোট্ট কিছু...
How To Store Salt In Kitchen: নুন যদি ঘরে ঠিকভাবে রাখা না হয়, তাহলে জীবনে নানা সমস্যা হতে পারে! কী রকম সমস্যা? অশান্তি, ঝঞ্ঝাট, আর্থিক সংকট ইত্যাদি। এসব নিবারণের উপায় কী?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নুন যদি ঘরের সঠিক জায়গায় রাখা না হয়, তা হলে নাকি সংসারে অশান্তির মেঘ ঢোকে। তাই? বলা হয়, দৈনন্দিন জীবনে অজান্তেই এমন অনেক ভুল ঘটে যায়, যার প্রভাব সরাসরি পড়ে সংসারে। নুনকে ঘিরে ভুলও তেমনই একটি বিষয়। নুন রান্নায় যেমন খুব গুরুত্বপূর্ণ, তেমনই জ্যোতিষ শাস্ত্রেও, বা আরও পরিষ্কার করে বললে, বাস্তু শাস্ত্রে। বাস্তু কী বলছে নুন নিয়ে?
1/6
নুন-বাস্তু
2/6
কাচপাত্রে
photos
TRENDING NOW
3/6
নুন-লবঙ্গ
4/6
ইতিবাচক
5/6
জলে নুন
6/6
শনি-লক্ষ্মীযোগ
বলা হয়, শনিবার নুন কেনা উচিত নয়, এতে ক্রুদ্ধ হন শনি। শনিবার নুন কিনলে নাকি ঋণ বাড়ে, জীবনে ও সংসারে নেতিবাচক প্রভাব পড়তে পারে। আর্থিক ক্ষতিও হয়। শুধু শনি নয়, নুনের সঙ্গে লক্ষ্মীর যোগও আছে বলে মনে করা হয়। নুনকে সংসারে ঠিক ভাবে রাখলে বা ব্যবহার করলে মা লক্ষ্মী সেই সংসারে অচলা হন, তিনি কৃপা করেন সংশ্লিষ্ট গৃহস্থকে। (Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)
photos