করোনা আতঙ্কের মাঝে আইপিএলের ভবিষ্যত অন্ধকারে! IPL না হলে লোকসান প্রায় ৪০০০ কোটি
Mar 17, 2020, 14:48 PM IST
1/5
করোনাভাইরাসের কারণে ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত আইপিএল। ক্রোড়পতি লিগ ছেঁটে ছোট করার ইঙ্গিতও দিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি।
2/5
এমনকী, টুর্নামেন্ট এবার নাও হতে পারে, সে কথাও শোনা যাচ্ছে। তাই করোনাভাইরাস আতঙ্কের মাঝে আইপিএলের ভবিষ্যত্ এবার অন্ধকারে।
photos
TRENDING NOW
3/5
আইপিএল না হলে বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। প্রায় ৩,৮৬৯.৫ কোটি টাকা ক্ষতি হতে পারে বলে জানা যাচ্ছে।
4/5
সবচেয়ে বেশি ক্ষতি হবে সম্প্রচার স্বত্ত্বে। আইপিএল না হলে সম্প্রচার স্বত্ত্বে ক্ষতির পরিমান ৩,২৬৯.৫ কোটি টাকা। ম্যাচ পিছু প্রায় আড়াই কোটি টাকা করে ক্ষতির মুখে পড়বে। সেই সঙ্গে টিকিট বিক্রির টাকাও থাকছে।
5/5
যদি ছোট করে আইপিএল হয় তাহলে কিছুটা ক্ষতি হয়তো বাঁচানো যাবে। আপাতত ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে কথা বলে সেই চেষ্টা করছে বিসিসিআই।