রঙে ডুবে যায় গোটা দেশ, কিন্তু কোন জায়গার উৎসব অতি বিশিষ্ট? জেনে নিন সেই রংদারির খোঁজ...

Best Places to Celebrate Holi: এ সময়ে ভারত জুড়ে বান ডেকে যায় রঙের। সমস্ত প্রদেশই নিজের মতো করে সুর বেঁধে নেয় রং-উৎসবের। তবে বিশাল এ দেশের কোনও কোনও জায়গায় রঙের জোয়ারটান বেশি। সেখানকার দোল বা হোলি এতই উজ্জীবিত ও প্রাণবন্ত এক ঘটনা যে, অন্য প্রদেশ থেকেও মানুষ সেখানে যান সেই উৎসব দেখতে, সেই উৎসবে অংশ নিতে। আসুন, দেখে নেওয়া যাক তেমনই কয়েকটি প্রদেশের রঙ-দারি। 

| Mar 04, 2023, 19:31 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শীতের পরে আসে বসন্ত। আর বসন্তে আসে রঙের উৎসব। এই সময়ে প্রকৃতিতে আসে নতুন প্রাণের তরঙ্গ। গাছে গাছে ফুল, ডালে ডালে পাতা, নীল আকাশে ওঠে উজ্জ্বল রোদ, বনে বনে ডাকে পাখি। শীতের জড়তা কেটে গিয়ে জীবনের উষ্ণতার আবেশ ছড়িয়ে পড়ে সর্বত্র। এই সবটা নিয়েই বসন্ত-যাপন। সেই যাপনকে বহুগুণ রঙিন করে তোলে দোলযাত্রা বা হোলি বা বসন্তোৎসব। রঙে রঙে রংমশাল জ্বালার লগ্ন এই বাসন্তিক উৎসব। 

এ সময়ে ভারত জুড়ে বান ডেকে যায় রঙের। সমস্ত প্রদেশই নিজের মতো করে সুর বেঁধে নেয় রং-উৎসবের। তবে বিশাল এ দেশের কোনও কোনও জায়গায় রঙের জোয়ারটান বেশি। সেখানকার দোল বা হোলি এতই উজ্জীবিত ও প্রাণবন্ত এক ঘটনা যে, অন্য প্রদেশ থেকেও মানুষ সেখানে যান সেই উৎসব দেখতে, সেই উৎসবে অংশ নিতে। আসুন, দেখে নেওয়া যাক তেমনই কয়েকটি প্রদেশের রঙ-দারি।    

1/6

ব্রজভূমি

ব্রজভূমি সম্বন্ধে আমরা সবাই জানি। এখন এ জায়গাটি মথুরা-বৃন্দাবন নামে পরিচিত। ভারতে হোলি যেখানে যেখানে উদযাপিত হয় তার সেরার সেরা জায়গা হল এই মথুরা।   

2/6

বৃন্দাবন

মথুরার প্রসঙ্গ উঠলে অন্য যে জায়গাটি প্রায় একই সঙ্গে উচ্চারিত হয়, সেটি হল বৃন্দাবন। হাজার হাজার তীর্থযাত্রী প্রতি বছর দোলের সময়ে এখানে যান। উপভোগ করেন বৃন্দাবনের রং-উৎসব।  

3/6

রঙের অনন্য উদ্ভাস

জয়পুর হল ভারতের আর একটি জায়গা, যেখানে হোলির রঙের অনন্য উদ্ভাস দেখা যায়। বহু বিদেশিও এখানে এসে রঙ উৎসবে যোগ দেন।

4/6

হোলি সিটি অফ পুস্কর

এমনিতেই এই জায়গাটি হোলি সিটি অফ পুস্কর নামে খ্যাত। এখানকার হোলিও খুব আলাদা, স্মরণীয়। 

5/6

যমুনার তীরের এই শহর

কিন্তু দোলের ক্ষেত্রে যমুনার তীরের এই শহরটির কথা কোনও ভাবেই ভোলা যায় না। আগ্রা। আগ্রা বললেই সকলের মনে তাজমহলের কথা ওঠে। কিন্তু আগ্রার হোলিও খুব দর্শনীয়।  

6/6

মথুরার পাশে ছোট্ট জনপদ বরসানা

মথুরার পাশে ছোট্ট একটা জনপদ বরসানা। ছোট্ট হলেও মর্যাদায় এতটুকু কম নয়। বরসানার হোলিও খুব বিশিষ্ট, খুব দ্রষ্টব্য একটা ব্যাপার। এখানকার লাথমার হোলির নাম ভারতজোড়া। এখানে মেয়েরা ছেলেদের লাঠি দিয়ে মারে, তবে সবটাই খেলার ছলে। তবে লাথমার হোলি মূল হোলির বেশ কদিন আগে থেকেই শুরু হয়ে যায়।