পানশালা থেকে বেরনোর সময় আচমকাই রাহুলের বান্ধবীকে নিয়ে কটূক্তি করতে শুরু করেন একদল যুবক। বান্ধবীকে কটূক্তি করায়, তার প্রতিবাদ করতে শুরু করেন রাহুল
4/5
২ পক্ষের মধ্যে বচসা শুরু হলে, রাহুলকে বিয়ারের বোতল দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। এরপর গুরুতর আহত অবস্থায় রাহুল সিপলিগুঞ্জকে হায়দরাবাদের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আশঙ্কাজবক অবস্থাতেই শুরু করা হয় রাহুলের চিকিতসা।
5/5
শেষ খবর পাওয়া পর্যন্ত, রাহুল সিপলিগুঞ্জের মাথায় আঘাত লেগেছে। ফলে চিকিতসকরা পর্যবেক্ষণে রেখেছেন তাঁকে। খবর পাওয়ার পর পুলিস তল্লাসি শুরু করেছে। দোষীদের খুঁজে বের করে শাস্তির ব্য়বস্থাও করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিস