বিহারে এনডিএ-র পালে হাওয়া দিতে আসরে মোদী, ১২ জনসভায় ঝড় তুলবেন নমো

Oct 19, 2020, 17:40 PM IST
1/5

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের আর মাত্র ৯ দিন বাকী। জেডিইউয়ের বিরুদ্ধে প্রচার করছে এলজেপি। অন্যদিকে, বিরোধী কংগ্রেস-আরজেডি জোটও বেশ পাকাপোক্ত। এরকম এক পরিস্থিতিতে আসরে নামছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

2/5

বিহার বিধানসভা নির্বাচনে নীতীশ কুমারের সমর্থনে ১২টি জনসভায় ভাষণ দেবেন নরেন্দ্র মোদী।

3/5

বিহারে ভোটের প্রচারে এবার বিজেপির ৩০ স্টার প্রচারকের মধ্যমণি মোদী। আগামী ২৩ অক্টোবর সাসারামের ডেহরিতে প্রথম জনসভা করবেন মোদী। থাকবেন নীতীশ কুমারও।

4/5

নীতীশের প্রচার জোরদার করতে আনা হচ্ছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও। তিনি ভাষণ দেবেন ১৮ জনসভায়। আগামিকাল থেকেই প্রচার শুরু করছেন যোগী।

5/5

যোগীকে আনা হচ্ছে রামগড়, আরওয়াল, কারকাট, জামুই, তারারি ও পালিগঞ্জ বিধানসভার প্রচারের জন্য। ওইসব বিধানসভা আসনের মধ্যে গতবার তারারি আসনে জিতেছিল সিপিআইএম, আরওয়াল, কারাকাট, জামুই ও পালিগঞ্জ আসন ছিল আরজেডির দখলে।