1/6
স্বদেশি শিক্ষা আন্দোলনের পুরোধা
2/6
জাতীয়তাবাদী ব্যক্তিত্ব
photos
TRENDING NOW
3/6
শিক্ষাগ্রহণ
4/6
বিশ্ব-পর্যটক
১৯১৪ থেকে ১৯২৫ সালে তিনি বিশ্ব-পর্যটন করেন। বিদেশের বহু বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। ১৯২৬ থেকে ১৯৪৯ খ্রিস্টাব্দ পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি জাতীয় সমাজতন্ত্র তথা নাৎসিবাদের সমর্থক ছিলেন। তাঁর দৃষ্টিতে এটি ছিল জনহিতৈষী একনায়কতন্ত্র এবং ভারতের জন্য উপযুক্ত। বিদেশে ভারতের স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদের নানা ভাবে সাহায্য করতেন তিনি।
5/6
অসাধারণ লেখক
বিনয় সরকার বাংলা-সহ ইংরেজি, জার্মান, ফরাসি, ইতালি ভাষা জানতেন। তাঁর রচিত গ্রন্থ শতাধিক। বিনয়কুমার সরকারের উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল-- চীনা সভ্যতার অ আ ক খ, দ্য সাইন্স অব হিস্ট্রি অ্যান্ড দ্য হোপ অব ম্যানকাইন্ড, লভ ইন হিন্দু লিটারেচার, হিন্দু সমাজবিজ্ঞানের ইতিবাচক পটভূমি, বৈজ্ঞানিক বিকাশের ইতিহাসের একটি গবেষণায় সঠিক বিজ্ঞানে হিন্দু অর্জন।
6/6
ঐতিহ্য
photos