1/12
2/12
photos
TRENDING NOW
3/12
4/12
চন্দ্রমোহন সেন ও বিধুমুখী দেবীর ৮জন সন্তানের দ্বিতীয় সন্তান ছিলেন হীরালাল সেন। মাণিকগঞ্জ মাইনর স্কুলে তাঁর শিক্ষাজীবন শুরু হয়। একই সঙ্গে ফারসী ভাষাও শিখতেন তিনি। ১৮৭৯ সালে মাইনর পরীক্ষা পাস করে ঢাকার কলেজিয়েট স্কুলে ভর্ত্তি হন। পরে বাবার সঙ্গে হীরালাল কলকাতা গিয়ে কলেজে ভর্ত্তি হন। আই.এস.সি. পড়ার সময় থেকেই চলচ্চিত্রের প্রতি ভীষণভাবে আকৃষ্ট হয়ে পড়েন হীরালাল সেন।
5/12
6/12
১৯০১ আর ১৯০৪-এর মধ্যে ক্লাসিক থিয়েটারের পক্ষে তিনি অনেকগুলি ছবি নির্মাণ করেন। যার মধ্যে রয়েছে ভ্রমর, হরিরাজ, বুদ্ধদেব সহ আরও বেশকিছু ছবি। তিনি প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি বানিয়েছিলেন ১৯০৩-এ। নাম আলিবাবা ও চল্লিশ চোর। জানা যায় ওই ছবিটি বানানো হয়েছিল ক্লাসিক থিয়েটারে অভিনীত ওই নামের থিয়েটারের ওপর ভিত্তি করে।
7/12
8/12
9/12
10/12
ইংল্যান্ড থেকে আমদানি করেন ক্যামেরা এবং তাঁর ভাই মতিলাল সেন খোলেন ছবি প্রযোজনার সংস্থা। নাম ছিল 'রয়্যাল বায়োস্কোপ কোম্পানি'। নান্দনিকতা এবং বাণিজ্য, দুইয়ে মিলে পরের কয়েক বছরে মধ্যে এই কোম্পানির সঙ্গে মিলে বিজ্ঞাপনের ছবি, ডকুমেন্টারি ও থিয়েটারের দৃশ্য চলচ্চিত্রায়িত করে এক ভিন্ন মাত্রা দেন হীরালাল সেন।
11/12
12/12
এবার প্রথম ভারতীয় চলচ্চিত্র নির্মাতাকে নিয়েই ছবি বানিয়ে ফেলেছেন পরিচালক অরুণ রায়। ছবিতে হীরালাল সেনের চরিত্রে অভিনয় করছেন কিঞ্জল নন্দ। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তী, অর্ণ মুখোপাধ্যায়, অনুষ্কা চক্রবর্তী, তন্নিষ্ঠা বিশ্বাস, পার্থ সিনহা সহ আরও অনেকে। এই ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন, পরিচালক অরুণ রায় নিজেই। এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন ময়ূখ-মৈনাক। আগামী ৫ মার্চ মুক্তি পাচ্ছে 'হীরালাল' ছবিটি।
photos