পাখিদের গানের প্রতিযোগিতা...মন কাড়ল পর্যটকদের

Sep 30, 2018, 17:20 PM IST
1/9

পাখিদের গানের প্রতিযোগিতা:

Thailand_1

নানা ধরনের প্রতিযোগিতা দেখেছেন কিন্তু কখনও দেখেছেন রংবেরঙের পাখিদের মিষ্টি গানের প্রতিযোগিতা?

2/9

পাখিদের গানের প্রতিযোগিতা:

Thailand_2

সম্প্রতি থাইল্যান্ডে বার্ষিক গানের প্রতিযোগিতায় সুরেলা পাখিরা যে অংশগ্রহণ করেছিল, তার অনন্যতার স্বাদ চেখে দেখতে হাজির হয়েছিলেন দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েক হাজার পর্যটক।

3/9

পাখিদের গানের প্রতিযোগিতা:

Thailand_3

থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের প্রায় ১,৬০০ পাখি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল।

4/9

পাখিদের গানের প্রতিযোগিতা:

Thailand_4

প্রতিযোগিতায় মাটি থেকে প্রায় ৩ মিটার উঁচু করে একটি ধাতব পিলারে ঝুলিয়ে রাখা হয়েছে বাঁশের খাঁচা। সেই খাঁচার ভিতর নানা প্রজাতির নানা রঙের পাখি রয়েছে।

5/9

পাখিদের গানের প্রতিযোগিতা:

Thailand_5

প্রতিযোগিতায় মূলত পাখির প্রজাতির তুলনায় সংখ্যার দিকেই নজর দেওয়া হয়েছিল।

6/9

পাখিদের গানের প্রতিযোগিতা:

Thailand_6

একসঙ্গে এত পাখির সুমিষ্ট কলতান আপাতদৃষ্টিতে বিশৃঙ্খলা বলে মনে হলেও সম্পূর্ণ ব্যাপারটি ছিল অত্যন্ত সংগঠিত।

7/9

পাখিদের গানের প্রতিযোগিতা:

Thailand_7

চার রাউন্ড গানে যে পাখি সবচেয়ে বেশিবার গান গাইবে, সেই হবে বিজয়ী। এবং শর্ত অনুযায়ী একটি পাখিকে এই চার রাউন্ডের মধ্যে অন্তত তিনবার গান গাইতেই হবে।

8/9

পাখিদের গানের প্রতিযোগিতা:

Thailand_8

শ্রেষ্ঠ গায়ক হিসাবে একটি পাখি অবশ্য চার রাউন্ডের মধ্যে ৮বার গান গেয়ে বিজয়ীর শিরোপা আদায় করে নিয়েছিল।

9/9

পাখিদের গানের প্রতিযোগিতা:

Thailand_9

পুরস্কারের মূল্য ছিল ভারতের মুদ্রায় প্রায় ৬৭ হাজার টাকা। প্রত্যেকটি বিজয়ী পাখির জন্য দু হাজার টাকা করে পুরস্কার নির্ধারিত ছিল।