২৩ নয়, পশ্চিমবঙ্গে ৩০টি আসন পাবে বিজেপি, রাম নবমীর উচ্ছ্বাস দেখে বললেন কৈলাস

Apr 14, 2019, 14:48 PM IST
1/4

কমলিকা সেনগুপ্ত

কমলিকা সেনগুপ্ত

প্রথম দফার ভোটগ্রহণের পর পশ্চিমবঙ্গে আরও প্রত্যয়ী বিজেপি। আর তাই দ্বিতীয় দফার আগে এরাজ্যে দলীয় কর্মীদের লক্ষ্য বাড়িয়ে দিলেন দলের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। জানালেন অমিত শাহের বেঁধে দেওয়া ২৩ ছাড়িয়ে এবার ৩০-এর লক্ষ্যে ঝাঁপাবে গেরুয়া ব্রিগেড। 

2/4

কমলিকা সেনগুপ্ত

কমলিকা সেনগুপ্ত

রবিবার কৈলাস জানান, পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটগ্রহণে খুশি বিজেপি। কোচবিহার ও আলিপুরদুয়ার, ২টি আসনই জিতবে বিজেপি। এর পরই আমাদের সর্বভারতীয় অধ্যক্ষ অমিত শাহের বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৩০টি আসনের লক্ষ্য রেখেছি আমরা।   

3/4

কমলিকা সেনগুপ্ত

কমলিকা সেনগুপ্ত

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কেও একহাত নেন কৈলাস। বলেন, রাজ্যে সর্বত্র ছড়িয়ে পড়েছে বিজেপি। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এখন স্বপ্নেও বিজেপিকে দেখছেন।

4/4

কমলিকা সেনগুপ্ত

কমলিকা সেনগুপ্ত

রামকে নিয়ে রাজনীতির অভিযোগ উড়িয়ে কৈলাস বলেন, 'রামের সঙ্গে বিজেপির সম্পর্ক অবিচ্ছদ্য। আমরা রামকে আদর্শ মেনেই রাজনীতি করে আসছি। হঠাত্ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের রামের কথা মনে পড়েছেন। রাম নিয়ে রাজনীতি তো করছেন উনি।'