'শিশুমনে শ্যামাপ্রসাদ', রামায়ণ, মহাভারতের মতো চিত্রকথা আনছে রাজ্য বিজেপি

| Nov 01, 2019, 23:10 PM IST
1/5

অঞ্জন রায়: শিশুমনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে মেলে ধরতে চাইছে রাজ্য বিজেপি। সে কারণে রামায়ন, মহাভারতের মতো চিত্রবই আকারে শ্যামাপ্রসাদের জীবনী আনার পরিকল্পনা করেছেন দিলীপ ঘোষরা। 

2/5

বইয়ের নাম 'ছোটদের শ্যামাপ্রসাদ'। লিখেছেন অনাথবন্ধু চট্টোপাধ্যায়। ছবি এঁকেছেন সুরজিত্ চক্রবর্তী। 

3/5

বাংলা ও হিন্দিতে প্রকাশিত হবে বইটি। মিডিয়া সেলের ইনচার্জ সপ্তর্ষি চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

4/5

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দিয়ে বইটি উন্মোচনের চেষ্টা করছে রাজ্য বিজেপি।

5/5

বাংলার রাজনীতিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ততটা জনপ্রিয় নন। জনসঙ্ঘের প্রতিষ্ঠাতাকে নিয়ে বরং নিষ্পৃহ থেকেছে বাংলা। কিন্তু মোদী সরকার আসার পর সুকৌশলে গান্ধী পরিবারের বাইরে থাকা মুখদের আলোয় আনার চেষ্টা করছে। যেমন- গুজরাটে সর্দার বল্লভভাই পটেল। ঠিক সেভাবেই বাংলায় নেতাজি ও শ্যামাপ্রসাদকে সামনে রাখতে চাইছে বিজেপি।