1/4
2/4
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক সুরেশ তিওয়ারির বক্তব্য। নিজের বিধানসভা এলাকার কিছু মানুষকে তিনি উপদেশ দেন, মুসলিম সবজি বিক্রেতাদের থেকে কিছু না কিনতে। ওই ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “আমি আপনাদের খোলাখুলি একটা কথা বলছি। মাথায় গেঁথে নিন। মিয়াঁদের (মুসলিম) থেকে সবজি কেনার কোনও দরকার নেই।”
photos
TRENDING NOW
3/4
সোশ্যাল মিডিয়ায় তাঁর এই বক্তব্যের ভিডিও ভাইরাল হওয়ার পরই শোরগোল পড়ে যায়। সাফাই দিতে ময়দানে নামেন ওই বিজেপি বিধায়ক। তিনি বলেন, "আমি আমার এলাকায় গিয়েছিলাম। সেখানে কয়েকজন আমাকে বলেন, মুসলমান সবজি বিক্রেতারা থুথু ছিটিয়ে সবজি বিক্রি করে। আমি তখন বললাম, এতে তো আমার কিছু করার নেই বরং ওঁদের থেকে সবজি কিনবেন না।" তাঁর আরও বক্তব্য, করোনা থেকে বাঁচতেই নাকি তিনি এই পরামর্শ দেন। সেটাকে বাডিয়ে দেখানো হচ্ছে।
photos