Brain Dead Mother: সন্তানের জন্ম দিলেন 'ব্রেইন ডেড' মা! নিজের অঙ্গ দিয়ে বাঁচালেন...

Brain Dead Mother gives Birth:  ভেন্টিলেটশনে থাকা অবস্থাতেই সি-সেকশন হয় অশিতার...

Feb 18, 2025, 18:07 PM IST
1/5

সন্তানের জন্ম দিলেন 'ব্রেইন ডেড' মা!

Brain Dead Mother gives Birth

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর কয়েকদিন পরই পরিবারে আসবে নতুন অতিথি। খুশির হাওয়া বইছিল পরিবারে। নতুন অতিথিকে কীভাবে স্বাগত জানানো হবে, সেই নিয়েই হাজারো পরিকল্পনা। কিন্তু এমন সময়ই আঘাত হানল নিয়তি!  

2/5

সন্তানের জন্ম দিলেন 'ব্রেইন ডেড' মা!

Brain Dead Mother gives Birth

ব্রেন স্ট্রোক হল মায়ের! পেটে তখন ৮ মাসের সন্তান! সেই অবস্থতেই ৭ ফেব্রুয়ারি ব্রেইন স্ট্রোক হয় সন্তানসম্ভবা ৩৮ বছরের অশিতা চন্দকের। ব্রেইন স্ট্রোক হতেই কোমায় চলে যায় অশিতা। পরিবারের আনন্দমুখর পরিবেশ নিমেষে বদলে যায় বিষাদে।   

3/5

সন্তানের জন্ম দিলেন 'ব্রেইন ডেড' মা!

Brain Dead Mother gives Birth

অশিতাকে রাখা হয় ভেন্টিলেশনে। আর সেই অবস্থাতেই সি-সেকশন করা হয় অশিতার। কন্যাসন্তানের জন্ম দেন অশিতা। প্রি-ম্যাচিওর বার্থ হওয়ায়, বর্তমানে সেই শিশুও ICU-তে ভেন্টিলেটর সাপোর্টে রয়েছে।   

4/5

সন্তানের জন্ম দিলেন 'ব্রেইন ডেড' মা!

Brain Dead Mother gives Birth

তবে অশিতার গল্পের এখানেই শেষ নয়। তাঁর সুস্থ হয়ে ওঠার আর কোনও আশা না দেখে ১৩ ফেব্রুয়ারি চিকিৎসকরা অশিতারে ব্রেইন ডেড ঘোষণা করেন। তারপর তাঁর পরিবারের সম্মতিতে অশিতার দুটি কিডনি, লিভার ও কর্নিয়া সংগ্রহ করা হয় প্রতিস্থাপনের জন্য।   

5/5

সন্তানের জন্ম দিলেন 'ব্রেইন ডেড' মা!

Brain Dead Mother gives Birth

ভাগ্যের পরিহাসে মেয়ের মুখ দেখা হয়নি অশিতার। কিন্তু অশিতার চোখ দিয়েই হয়তো নিজের সন্তানকে প্রথমবার দেখবেন কোনও মা বা বাবা!