সুস্থ হয়েই স্ত্রীকে ডিভোর্স, বরিস জনসন ভাঙলেন ২৫০ বছরের রেকর্ড
May 08, 2020, 18:44 PM IST
1/5
বরিসের বিবাহবিচ্ছেদ
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সেরে উঠেই স্ত্রী মারিনা উইলারকে ডিভোর্স দিলেন তিনি। সেইসঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসাবে ভাঙলেন ২৫০ বছরের রেকর্ড।
2/5
বরিসের বিবাহবিচ্ছেদ
জনসনের স্ত্রী মারিনা উইলার ভারতীয় বংশোদ্ভুত। প্রথম স্ত্রী অ্যালেগ্রা মোস্টাইনের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর উইলারকে বিয়ে করেন জনসন। ১৯৯৩ সালে।
photos
TRENDING NOW
3/5
বরিসের বিবাহবিচ্ছেদ
এর আগে গত ২৫০ বছরে কোনও ব্রিটিশ প্রধানমন্ত্রী পদে থাকাকালীন স্ত্রীকে ডিভোর্স দেননি। প্রথম স্ত্রীকে ডিভোর্স দেওয়া ১২ দিনের মাথায় উইলারকে বিয়ে করেছিলেন বরিস।
4/5
বরিসের বিবাহবিচ্ছেদ
২০১৮ সালে উইলারের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া শুরু হয়েছিল। শেষমেশ তাঁদের বৈবাহিক জীবনের ইতি ঘটছে। ইতিমধ্যে বরিস অবশ্য অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছেন। বান্ধবী ক্যারি সাইমন্ডসের সঙ্গে বাগদানও সেরে ফেলেছেন।
5/5
বরিসের বিবাহবিচ্ছেদ
স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ায় এবার বান্ধবী ক্যারিকে বিয়ে করতে আর কোনও বাধা নেই। ইতিমধ্যে ক্যারির ছেলের বাবা হয়েছেন বরিস।