অর্থনীতিকে চাঙ্গা করতে মধ্যবিত্তকে আয়করে স্বস্তি বাজেটে, বদল করকাঠামোয়
Feb 01, 2020, 16:02 PM IST
1/5
নিজস্ব প্রতিবেদন: অর্থনীতির হাল ফেরাতে মধ্যবিত্তের হাতে আরও টাকা যোগানের সিদ্ধান্ত নিল মোদী সরকার। প্রত্যাশামতোই আয়করে ছাড়ের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। জানালেন, ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর দিতে হবে না।
2/5
৫ থেকে ৭.৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে আগে দিতে হতো ২০ শতাংশ। সেটাই কমে হল ১০ শতাংশ।
photos
TRENDING NOW
3/5
সাড়ে ৭ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত আয়কর করা হল ১৫ শতাংশ। আগে তা ছিল ২০ শতাংশ।
4/5
১০ থেকে ১২.৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে আগে দিতে হত ৩০ শতাংশ। সেটাই কমে হল ২০ শতাংশ।
5/5
১২.৫ থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর ৩০ শতাংশ থেকে কমে হল ২৫ শতাংশ।