ল্যান্ডলাইন থেকে মোবাইলে নম্বরে ফোন করার নিয়মে নতুন সংযোজন, জেনে নিন

Nov 25, 2020, 15:35 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: ল্যান্ডলাইন থেকে মোবাইলে ফোন করার নিয়মে নতুন সংযোজন। নম্বরের আগে ০ বসাতে হবে। নতুন বছেরের জানুয়ারি ১ তারিখ থেকে এই নিয়ম চালু হবে বলে জানিয়েছে টেলিকম মন্ত্রক। 

2/5

জানুয়ারির আগে প্রস্তুতি নেওয়ার জন্য টেলিকম সংস্থাদের নির্দেশ দিয়েছে মন্ত্রক। 

3/5

অতিরিক্ত ২৫৪৪ মিলিয়ন নম্বর তৈরি করতেই মূলত এই সিদ্ধান্ত। ভবিষ্যতের কথা ভেবে ট্রাই এই সিদ্ধান্তের কথা পূর্বে জানিয়েছিল। 

4/5

তবে টেলিফোন নম্বর এগারো সংখ্যারই থাকবে। এসটিডি করতে যেমন ০ ব্যবহার করতে হয় সেই নিয়মও বরাদ্দ থাকবে।

5/5

টেলিকম সংস্থাগুলিকে দ্রুত এই ব্যবস্থা করতে বলেছে মন্ত্রক ও কাজ হয়ে গেলে সেই রিপোর্টও জমা করতে বলা হয়েছে। ০ না লাগিয়ে ফোন করলে গ্রাহককে শূন্য ক্লিক করার জন্য বার্তা দেওয়া হবে।