Deadly Road Accident: নিয়ন্ত্রণ হারিয়ে ভয়ংকর ধাক্কা গাছে! হাড়হিম পথদুর্ঘটনায় বিদেশের মাটিতে মৃত্যু ভারতীয় পড়ুয়াদের...

Car Crashed into Tree: গাড়ি দুর্ঘটনায় একাধিক ভারতীয় পড়ুয়ার মৃত্যু বিদেশের মাটিতে। কদিন আগেই মহারাষ্ট্রের নাসিকে এক ভয়ংকর দুর্ঘটনা ঘটেছিল। মারা গিয়েছিল ছ'জন। হরিয়ানার খালে গাড়ি পড়েও ছ'জনের মৃত্যু ঘটেছিল।

| Feb 04, 2025, 13:13 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এক গাড়ি দুর্ঘটনায় একাধিক ভারতীয় পড়ুয়ার মৃত্যু ঘটল বিদেশের মাটিতে। কদিন আগেই মহারাষ্ট্রের নাসিকে এক ভয়ংকর দুর্ঘটনা ঘটেছিল। মারা গিয়েছিল ছ'জন। একই দিনে হরিয়ানার এক খালে গাড়ি পড়ে ছ'জনের মৃত্যু ঘটেছিল। ফের মর্মান্তিক পথদুর্ঘটনা। এবার অবশ্য দেশ নয়, সাগরপারে।

1/6

আয়ারল্যান্ডে

গাড়ি দুর্ঘটনায় দুই ভারতীয় পড়ুয়ার মৃত্যু আয়ারল্যান্ডে। দক্ষিণ আয়ারল্যান্ডের কাউন্টি কার্লো এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে।

2/6

মর্মাহত প্রধানমন্ত্রী

মৃত পড়ুয়াদের নাম চেরুকুরি সুরেশ চৌধুরী এবং ভার্গব চিত্তুরি। ডাবলিনে ভারতীয় দূতাবাস এই ঘটনায় শোক প্রকাশ করেছে। এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় আইরিশ প্রধানমন্ত্রীও বলেন, দুর্ঘটনার খবরে আমি মর্মাহত!

3/6

টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির ছাত্র

জানা গিয়েছে, সুরেশ ও ভার্গব তাঁদের দুই বন্ধুর সঙ্গে কার্লো এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকেন। চারজনই সাউথ ইস্ট টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির ছাত্র। তাঁদের মধ্যে একজন স্থানীয় এক ওষুধ কোম্পানিতে কাজও করেন।

4/6

সজোরে গাছে ধাক্কা

এই চারজন বন্ধুই গাড়িতে ফিরছিলেন। সেই সময়েই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে সজোরে ধাক্কা মারে।

5/6

ঘটনাস্থলেই মৃত্যু

ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই ভারতীয় ছাত্রের। গুরুতর আহত দু'জনকে স্থানীয় সেন্ট লুক্স হাসপাতালে ভর্তি করা হয়।

6/6

রাস্তা অতিক্রম করার সময়

পুলিস সূত্রে জানা গিয়েছে, একটি কালো অডি গাড়ি কার্লো শহরের দিকে যাচ্ছিল। রাস্তা অতিক্রম করার সময় গারগুয়েনাপিডগ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে গাড়িটি। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়।