Post-Poll Violence: ভোট পরবর্তী হিংসার তদন্তে এবার নন্দীগ্রামে CBI

Aug 31, 2021, 16:03 PM IST
1/6

ভোট পরবর্তী হিংসা

Post-Poll Violence

নিজস্ব প্রতিবেদন: ভোট পরবর্তী হিংসার তদন্তে মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে পৌঁছল CBI-এর তদন্তকারী দল। হিংসার ঘটনায় মৃত বিজেপি কর্মী দেবব্রত মাইতির বাড়িতে যান তদন্তকারীরা। পরিবারের লোকদের সঙ্গে কথা বলেন। গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করেন।

2/6

ভোটে উত্তপ্ত রাজ্য

Violence in Election

২ মে বের হয় একুশের বিধানসভা ভোটের ফল। রাজ্যের বহু জায়গার মতো এরপরই উত্তপ্ত হয়ে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। জেলার একাধিক জায়গায় দুষ্কৃতী তাণ্ডব চলে বলে অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে বিজেপি।

3/6

উত্তপ্ত চিল্লগ্রাম, মহম্মদপুর,গোকুলনগর

Nandigram violence

নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের চিল্লগ্রাম, মহম্মদপুর,গোকুলনগর-সহ একাধিক এলাকা শিরোনামে উঠে আসে। অভিযোগ, ৩ মে থেকে চিল্লাগ্রাম-সহ বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীদের বাড়িতে হামলা শুরু হয়। ঘরবাড়ি ভাঙা হয়। আগুন লাগিয়ে দেওয়া হয়। চলে মারধর।

4/6

বিজেপি কর্মীকে খুনের অভিযোগ

Debrata Maity allegedly murdered

হিংসার জেরে খুন হন চিল্লগ্রামের বাসিন্দা দেবব্রত মাইতি (৪৯) খুন হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে নন্দীগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

5/6

১৩ মে মারা যান দেবব্রত মাইতি

Debrata Maity died on 13 May

এরপর দেবব্রত মাইতিকে তমলুক জেলা হাসপাতাল এবং পরে কলকাতার SSKM হাসপাতালে নিয়ে আসা হয় । ১৩ মে তাঁর মৃত্যু হয়। 

6/6

তদন্তে CBI

CBI investigation

হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যে 'ভোট পরবর্তী হিংসা'র তদন্ত শুরু করেছে CBI। রাজ্যের বিভিন্ন জায়গা চষে বেরাচ্ছেন তদন্তকারীরা। মঙ্গলবার দেবব্রত মাইতির বাড়িতেও যান।