Valentine's Day: ভ্যালেন্টাইনস ডে পালন পুলিস কর্মীদের সঙ্গে! নতুন উদ্যোগ সৃষ্টির ডান্স অ্যাকাডেমির...

Valentine's Day: যারা সমাজের গুরুত্বপূর্ণ স্তরে রয়েছে তাঁদের সঙ্গে ভ্যালেন্টাইনস ডে পালন করলেন সৃষ্টির ডান্স অ্যাকাডেমির কর্ণধার ইন্দ্রানী গাঙ্গুলী। তিনি বললেন, যাঁরা ঝড় বৃষ্টি ঠান্ডা গরম উপেক্ষা করে সব সময় আমাদের পাশে দাঁড়ান, তাঁদের...  

Feb 14, 2025, 12:15 PM IST
1/5

বিশেষ বন্ধুদের সঙ্গে ভ্যালেন্টাইনস ডে

Valentine's Day with special friends

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সমাজের মূল স্রোতে যারা কখনোই আসতে পারেনি, তাঁরা আমাদের বিশেষ বন্ধু। অ্যাসিড সারভাইভার এবং তৃতীয় লিঙ্গদের নিয়ে কাজ করেন সৃষ্টি ডান্স অ্যাকাডেমি।

2/5

ল্যাটিন শব্দ

Latin words

সৃষ্টির ডান্স অ্যাকাডেমির কর্ণধার ইন্দ্রানী গাঙ্গুলী বলছেন, এই বছর ভালবাসার দিনটা একটু অন্যরকমভাবে পালন করলেন তিনি। ভ্যালেন্টাইন্স ডে, ভালবাসার দিন এই শব্দটা একটি ল্যাটিন শব্দ স্ট্রেন্থ অর্থাৎ শক্তি থেকে এসেছে। 

3/5

ভালোবাসার দিন বলতে আমরা কি বুঝি!

What do we mean by the day of love!

তিনি বলেন, ভালোবাসার দিনটা নিয়ে আমরা কি বুঝি! এটা এমন একটা উৎসব যার মধ্যে দিয়ে আমরা বন্ধুত্ব ভালোবাসা সমস্ত কিছু রক্ষা করার দায়িত্ব পালন করতে পারি। তাই আজকে এই সমাজে আমাদের সকাল থেকে রাত্রি অবধি যাঁরা ঝড় বৃষ্টি ঠান্ডা গরম উপেক্ষা করে সব সময় আমাদের পাশে সহযোগিতার হাতটা বাড়িয়ে দিয়েছেন, যেমন পুলিস কর্মীরা, পুলিস কর্তারা আমাদের সারাক্ষণ রক্ষাকবচ হিসেবে সমাজের স্তম্ভ হিসেবে আমাদের পাশে দাঁড়িয়ে রয়েছেন, তাঁদের হাতে সামান্য একটু ফুল আর স্মারক দিয়ে এই বছর আমার একাডেমী থেকে ভালোবাসার দিনটি পালন করা হল। 

4/5

ভালোবাসাটা অন্তহীন

Love is endless

ইন্দ্রানী গাঙ্গুলী বলেন, 'আজকের দিনে আমি একটা কথাই বলতে চাই, ভালোবাসাটা অন্তহীন, ভালোবাসাটা সবার মধ্যে ছড়িয়ে দিন।'

5/5

ভালবাসতে জানতে শিখুন

Learn to love

তিনি আরও বলেন, 'এক মুঠো ভালোবাসা পেতে আমাদের অনেক রকমের অনেক ধরনের কষ্ট করতে হয়। কিন্তু আপনি আপনার ভালোবাসাটা যদি সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে দেন তাহলে দেখবেন আপনাকে সবাই এবং আপনি যে সংস্থার সঙ্গে জড়িত সেই সংস্থাকেও সবাই ভালবাসতে শিখবে। ভালবাসতে জানতে শিখুন, ভালবাসতে শিখুন।'