Local Train Cancel: শনি-রবি বহু ট্রেন বাতিল! কোন রুটে যেতে ভোগান্তি পোহাতে হবে জেনে নিন...

Eastern Railway: ১৫ ফেব্রুয়ারি ও ১৬ ফেব্রুয়ারি আপ ও ডাউন লাইনে, ১০ ঘণ্টার পাওয়ার ও ট্রাফিক ব্লকের প্রয়োজন হবে। ফের সপ্তাহান্তে যাত্রী ভোগান্তির আশঙ্কায় গভীরভাবে দুঃখপ্রকাশও করেছে পূর্বরেল।

Feb 14, 2025, 10:03 AM IST
1/5

লোকাল ট্রেন বাতিল

train cancel

অয়ন ঘোষাল: কাল শনিবার ও পরশু রবিবার ট্রেন বাতিল নিয়ে জরুরি ঘোষণা পূর্ব রেলের। হাওড়া ডিভিশনে ব্রিজ পুনর্নির্মান কাজের জন্য ট্রেন বাতিল থাকবে। হাওড়া ডিভিশনের তারকেশ্বর ব্রাঞ্চ শাখায় ব্রিজ মেরামতির কাজ হবে।

2/5

লোকাল ট্রেন বাতিল

train cancel

 ১৫ ফেব্রুয়ারি ও ১৬ ফেব্রুয়ারি আপ ও ডাউন লাইনে, ১০ ঘণ্টার পাওয়ার ও ট্রাফিক ব্লকের প্রয়োজন হবে। ফের সপ্তাহান্তে যাত্রী ভোগান্তির আশঙ্কায় গভীরভাবে দুঃখপ্রকাশও করেছে পূর্বরেল। 

3/5

লোকাল ট্রেন বাতিল

train cancel

দিয়ারা ও নসিবপুরের মধ্যে ১৬ নম্বর ব্রিজ ও নসিবপুর ও সিঙ্গুরের মধ্যে ২১ নম্বর ব্রিজে কাজ হবে। সে কারণেই ১৫ ও ১৬ ফেব্রুয়ারি বেশ কিছু লোকাল বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পূর্ব রেলের তরফে দেওয়া হয়েছে বিবৃতি। শনিবার বাতিল থাকছে-  হাওড়া থেকে তারকেশ্বর: ৩৭৩৪৯, ৩৭৩৫১ তারকেশ্বর থেকে হাওড়া: ৩৭৩৫৪

4/5

লোকাল ট্রেন বাতিল

train cancel

রবিবার ডাউন লাইনে বাতিল থাকছে- তারকেশ্বর থেকে হাওড়া পর্যন্ত: ৩৭৩১২, ৩৭৩১৪, ৩৭৩১৬, ৩৭৩১৮, ৩৭৩২০, ৩৭৩৫৬, ৩৭৩২২, ৩৭৩২৮ তারকেশ্বর থেকে শেওড়াফুলি পর্যন্ত: ৩৭৪১২, ৩৭৪১৬ গোঘাট থেকে হাওড়া: ৩৭৩৭২ গোঘাট থেকে তারকেশ্বর: ৩৭৩৯০ আরামবাগ থেকে হাওড়া: ৩৭৩৬০ হরিপাল থেকে হাওড়া: ৩৭৩০৮

5/5

লোকাল ট্রেন বাতিল

train cancel

রবিবার আপ লাইনে বাতিল থাকছে-  হাওড়া থেকে গোঘাট :-৩৭৩৭১, ৩৭৩৭৩ হাওড়া থেকে তারকেশ্বর: ৩৭৩০৯, ৩৭৩৫৩, ৩৭৩১১, ৩৭৩১৩, ৩৭৩১৫, ৩৭৩১৭ শেওড়াফুলি থেকে তারকেশ্বর: ৩৭৪১১, ৩৭৪১৫ হাওড়া থেকে আরামবাগ: ৩৭৩৫৯ হাওড়া থেকে হরিপাল: ৩৭৩০৭