Jio Recharge Plans: জিওর রিচার্জ প্ল্যানে বিরাট বদল! এবার পকেটে টান না মাথায় হাত?
Reliance Jio revises 4 prepaid recharge plans: জিওর রিচার্জ প্ল্যানে বিরাট বদল! সবিস্তারে জেনে নিন এই প্রতিবেদনে চোখ বুলিয়ে..,
1/5
জিওর রিচার্জ প্ল্যানে বিরাট বদল!
![জিওর রিচার্জ প্ল্যানে বিরাট বদল! Jio Recharge Plans](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/02/13/521244-1.png)
জিওর রিচার্জ প্ল্যানে বিরাট বদল! রিলায়েন্স জিও ৬৯ টাকা এবং ১৩৯ টাকার দু'টি জনপ্রিয় ডেটা অ্যাড-অন প্ল্যানে বদল আনছে। এই দুই প্ল্যানে থাকছে স্ট্যান্ডঅ্যালোন ভ্যালিডিটি। পূর্ববর্তী কাঠামোর পরিবর্তন হয়েছে। যেখানে ইউজাররা বেস প্ল্যানের বৈধতাই পাবেন। মাত্র কয়েকদিন আগে, জিও তাদের ৪৪৮ টাকার প্ল্যানটিও আপডেট করেছিল এবং ১৮৯ টাকার প্যাকটি পুণরায় চালু করে। প্রতিবেদনে বিস্তারিত দেওয়া হল।
2/5
জিওর ৬৯ টাকা এবং ১৩৯ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যান
![জিওর ৬৯ টাকা এবং ১৩৯ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যান Jio revises Rs 69 and Rs 139 prepaid recharge plans](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/02/13/521243-2.png)
আগে জিওর ৬৯ টাকা এবং ১৩৯ টাকার ডেটা অ্যাড-অন প্যাক সক্রিয় বেস রিচার্জ পর্যন্তই থাকত। ধরা যাক যদি কোনও বেস প্যাকের বৈধতার ৩০ দিন বাকি থাকা অবস্থায় অ্যাড-অন রিচার্ড করলে, একই সময়ের জন্য সক্রিয় থাকত। তবে, নতুন সংশোধনীতে জিও প্রিপেইড প্ল্যান দু'টিরই এখন মাত্র ৭ দিনের বৈধতা থাকবে। যার মানে ইউজাররা এই প্ল্যানে মাত্র ৭ দিনের সময় পাবেন। যা বেস প্যাকের সঙ্গে সংযুক্ত পূর্ববর্তী দীর্ঘমেয়াদী সময়ের বিপরীতই।
photos
TRENDING NOW
3/5
জিওর ৬৯ টাকা এবং ১৩৯ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানের সুযোগ-সুবিধা
![জিওর ৬৯ টাকা এবং ১৩৯ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানের সুযোগ-সুবিধা Jio Rs 69 and Rs 139 prepaid recharge benefits](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/02/13/521242-5.png)
ডেটা সুবিধার ক্ষেত্রে, ৬৯ টাকার প্ল্যানে ৬ জিবি হাই-স্পিড ডেটা পাওয়া যাবে। ১৩৯ টাকার প্ল্যানে ১২ জিবি ডেটা পাওয়া যাবে। বরাদ্দ ডেটা শেষ হয়ে গেলে, ইন্টারনেটের গতি কিন্তু ৬৪ কেবিপিএসে নেমে আসবে। এটি মনে রাখা গুরুত্বপূর্ণ য, এগুলি কেবলমাত্র ডেটা-ভিত্তিক প্ল্যান, অর্থাৎ এখানে ভয়েস কল বা এসএমএসের মতো সুবিধা নেই।আর এই অ্যাড-অনগুলি ইউজারদের নম্বরে সক্রিয় বেস প্ল্যান থাকলেই কার্যকরী হবে।
4/5
জিওর ১৮৯ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যান
![জিওর ১৮৯ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যান Reliance Jio announced Rs 189 prepaid recharge plan](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/02/13/521241-4.png)
জোড়া ডেটা অ্যাড-অন প্ল্যানে বদলের কথা বলা হল। এবার বলতে হবে ১৮৯ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানে কথা। যা জিও পুণরায় চালু করল। যা কিছু সময়ের জন্য বন্ধ ছিল। এই প্ল্যানটি ‘সাশ্রয়ী মূল্যের প্যাক’ বিভাগের অধীনে তালিকাভুক্ত। যাঁরা বেসিক কানেকশনের সন্ধানে, তাঁদের জন্য এই প্ল্যান। এখানে ২৮ দিনের বৈধতার সঙ্গে মোট ২ জিবি ডেটা (ডেটা সীমা অতিক্রম করার পরে ইন্টারনেটের গতি কিন্তু ৬৪ কেবিপিএসে নেমে আসবে)। রয়েছে আনলিমিটেড ভয়েস কল এবং ৩০০ টি এসএমএস। এই প্রিপেইড রিচার্জ প্ল্যানে জিওটিভি, জিওসিনেমা (প্রিমিয়াম কন্টেন্ট বাদে) এবং জিওক্লাউড স্টোরেজের পরিষেবাগুলিও পাওয়া যাবে।
5/5
রিলায়েন্স জিও ৪৪৮ টাকার প্রিপেইড প্ল্যানের দাম কমাল
![রিলায়েন্স জিও ৪৪৮ টাকার প্রিপেইড প্ল্যানের দাম কমাল Reliance Jio reduces price of Rs 448 prepaid plan](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/02/13/521240-5.jpg)
জিও তাদের ৪৪৮ টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যানের দাম কমিয়ে ৪৪৫ টাকা করেছে। এই প্ল্যানে থাকছে ২৮ দিনের বৈধতা। আনলিমিটেড ভয়েস কলের সঙ্গে থাকছে প্রতিদিন ১০০টি এসএমএস। প্রতিদিন ২ জিবি করে ডেটা দেওয়া হবে। এছাড়াও গ্রাহকরা জিফাইভ, জিওসিনেমা প্রিমিয়াম, সনিলিভ এবং লায়ন্সগেট প্লে সহ বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে বিচরণ করতে পারবেন।
photos