Income Tax bill 2025: সংসদে পেশ নতুন আয়কর বিল! করছাড় নিয়ে যা আপনাকে জানতেই হচ্ছে....

New Income Tax Bill : সংসদে বিলটি তোলার পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, 'আয়কর আইনের ধারা কমিয়ে ৫৩৬-এ নামিয়ে আনা হবে।' নির্মাল সীতারামণের মতে, ৬৪ বছরের পুরনো আয়কর আইনকে নয়া আয়কর বিলে এমনভাবে সরলীকৃত করা হয়েছে, যা একজন সাধারণ মানুষও অতি সহজেই বুঝতে পারেন। 

Feb 13, 2025, 17:53 PM IST
1/6

আয়কর বিল

Income Tax bill 2025

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নয়া আয়কর বিলে নতুন কী আছে? বলা হচ্ছে, এই নয়া বিল ৬০ বছরের পুরনো আয়কর আইনকে প্রতিস্থাপিত করবে, কর ব্যবস্থাকে আরও সহজ করে তুলবে। 

2/6

আয়কর বিল

Income Tax bill 2025

বিশেষজ্ঞদেরও একাংশের মতে, এখন যে আয়কর আইন আছে, তাতে যে সব ভাষা আছে, তার থেকে অনেক সহজ-সরল ভাষা ব্যবহার করা হয়েছে নয়া আয়কর বিলে। কেন্দ্রের দাবি, বর্তমানে চালু থাকা আইনের তুলনায় ৫০ শতাংশ ধারা কমিয়ে নতুন বিলটি তৈরি করা হয়েছে। 

3/6

আয়কর বিল

Income Tax bill 2025

নয়া আয়কর বিলে 'অ্যাসেসমেন্ট ইয়ার', 'প্রিভিয়াস ইয়ার'-এর পরিবর্তে TAX Year ব্যবহার করা হয়েছে। নতুন আয়কর বিলে, এনপিএস এবং ইপিএফ-এর উপর কর ছাড়ের সীমা বাড়ানো হয়েছে। আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা দু'বছর থেকে বাড়িয়ে চার বছর করার প্রস্তাব দেওয়া হয়েছে নয়া আয়কর বিলে। 

4/6

আয়কর বিল

Income Tax bill 2025

অবসর তহবিল এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের উপর আপনি কর ছাড়ের সুবিধা পাবেন। বিমা প্রকল্পগুলিতে আরও কর সুবিধা পাওয়া যাবে। নতুন ব্যবসার জন্য যেদিন থেকে শুরু হয়েছে ব্যবসা সেদিন থেকে ধার্য হবে কর বছর এবং একই অর্থবর্ষের শেষে সেই করবর্ষও শেষ হবে। 

5/6

আয়কর বিল

Income Tax bill 2025

যারা কর প্রদান করেন না, তাদের উপর জরিমানা বা চড়া সুদ আরোপ করা হতে পারে। কর ফাঁকি দিলে শাস্তির বিধান এমনকী সম্পত্তি বাজেয়াপ্ত পর্যন্ত হতে পারে। রাজনৈতিক দল এবং নির্বাচনী ট্রাস্টের আয় করমুক্ত করা হয়েছে। কিছু শর্তে কৃষি আয় করমুক্ত রাখা হয়েছে ৷ ধর্মীয় ট্রাস্ট এবং সমাজকল্যাণ প্রতিষ্ঠানে দান করা অর্থের উপর কর ছাড় দেওয়া হবে।  

6/6

আয়কর বিল

Income Tax bill 2025

নয়া আয়কর বিলের ৬৭ ধারা থেকে ৯১ ধারায় ডিজিটাল সম্পত্তির জন্যও স্পষ্ট নিয়ম আছে। ২০২৬ সালের ১ এপ্রিল থেকে নয়া আয়কর আইন কার্যকর হওয়ার কথা আছে। যেদিন বিজ্ঞপ্তি জারি করা হবে, সেদিন থেকে প্রস্তাবিত আইনের নিয়ম কার্যকর হয়ে যাবে।