Gas Explosion: শপিং মলে ভয়াবহ বিস্ফোরণ! উড়ে গেল আস্ত একটা 'ফ্লোর', মৃত...

Taiwan gas explosion: ধ্বংসাবশেষ ছড়িয়ে চারদিকে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। 

Feb 13, 2025, 17:07 PM IST
1/5

তাইওয়ান বিস্ফোরণ!

Tiwan Gas Explosion

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়াবহ গ্যাস বিস্ফোরণ! আর সেই বিস্ফোরণের জেরে শপিং মলের একটি গোটা 'ফ্লোর'-ই উড়ে গেল। 

2/5

তাইওয়ান বিস্ফোরণ!

Tiwan Gas Explosion

ভয়াবহ এই বিস্ফোরণটি ঘটেছে তাইওয়ানের তাইচুং শহরের একটি শপিং মলে। বিস্ফোরণের জেরে নিহত কমপক্ষে ৫। আহত বহু। 

3/5

তাইওয়ান বিস্ফোরণ!

Tiwan Gas Explosion

বিস্ফোরণের তীব্রতায় শপিং মলের কাচের বড় বড় প্যানেলগুলি ১২ তলা থেকে উড়ে গিয়ে নীচে রাস্তায় পড়ে। দেওয়াল দুমড়ে-মুচড়ে তুবড়ে যায়।

4/5

তাইওয়ান বিস্ফোরণ!

Tiwan Gas Explosion

ছাদ থেকে ঝুলতে দেখা যায় বিস্ফোরণের জেরে গলে যাওয়া ধাতব কাঠামো।  শপিং মলটির ফুড কোর্টে বিস্ফোরণটি ঘটে বলে জানা গিয়েছে। 

5/5

তাইওয়ান বিস্ফোরণ!

Tiwan Gas Explosion

যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। উল্লেখ্য, তাইওয়ানে এর আগেও ভূ-গর্ভস্থ গ্যাস লিকেজের জেরে ভয়াবহ বিস্ফোরণে ২০১৪ সালে বহু মানুষের মৃত্যু ও শতাধিক আহত হন।