India-Pakistan Border: যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালাল পাকিস্তান! সঙ্গে সঙ্গে পাল্টা দিল ভারতীয় সেনাও...

India Pakistan Conflict in Border: জম্মু-কাশ্মীরের মেন্ধের সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি চালায় পাকিস্তান। ওই প্রান্ত থেকে ১০-১৫ রাউন্ড গুলি চালানো হয় বলে খবর। পাল্টা জবাবে গুলি চালায় ভারতও।

| Feb 13, 2025, 15:26 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের ভারত-পাকিস্তান যুদ্ধ? সীমান্তে পাকিস্তানের বেয়াদবির কেমন জবাব দিল মোদীর ভারত? তবে সাম্প্রতিক এই বিশ্ব-পরিস্থিতিতে কত দূর জল গড়াতে পারে এই সংঘাতের? বুধবার বিকেলে আচমকাই যুদ্ধবিরতি লঙ্ঘন করে নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি চালায় পাকিস্তান। পাল্টা জবাব দেয় ভারতও। 

1/6

'ইনস্টেবিলিটি'

ভারত-পাক সীমান্তে 'ইনস্টেবিলিটি'র আশঙ্কার কথা বৃহস্পতিবারই  সপাটে উড়িয়ে দিয়েছিল সেনা। 

2/6

মেন্ধেরে গুলি

তবে জম্মু-কাশ্মীরের মেন্ধের সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি চালায় পাকিস্তান। ওই প্রান্ত থেকে ১০-১৫ রাউন্ড গুলি চালানো হয় বলে খবর। 

3/6

পাল্টা জবাব

পাল্টা জবাবে গুলি চালায় ভারতও। সেনার গুলিতে শত্রুপক্ষ বেশ ক্ষতির মুখে পড়েছে বলেই খবর। তবে কতজন সেনা আহত হয়েছে, তা জানা যায়নি। আন্দাজ, বেশ কয়েকজন পাকসেনাই আহত।

4/6

ল্যান্ডমাইনে পা

গতকাল ভারতীয় সেনার এক অফিসার নিয়ন্ত্রণরেখার কাছে টহল দিচ্ছিলেন। সেই সময়ে ল্যান্ডমাইনে পা রেখে আহত হন তিনি।

5/6

ক্যাপ্টেন-সহ দুই জওয়ানের মৃত্যু

দিনদুয়েক আগেই জম্মুর আখনুর সেক্টরে নিয়ন্ত্রণরেখার কাছে আইইডি বিস্ফোরণে একজন ক্যাপ্টেন-সহ দুই সেনা জওয়ান মারা গিয়েছিলেন। ওই বিস্ফোরণের পিছনে পাকিস্তানের হাত ছিল বলেই মনে করা হচ্ছিল।

6/6

যুদ্ধবিরতি

প্রসঙ্গত, ২০২১ সালের এই ফেব্রুয়ারিতেই ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। চলতি বছরে এই প্রথম যুদ্ধবিরতি লঙঘন করল পাকিস্তান। সেই হিসেবে গত ৫ দিনে ৪ বার অশান্তি ছড়াল সীমান্তে।