Metro fare reduce: কমছে মেট্রো ভাড়া! কার্যকর ভ্যালেনটাইনস ডে থেকেই...

Metro fare: 'লাইফলাইন' মেট্রো!  ৩০ শতাংশ কমবে ভাড়া...

Feb 13, 2025, 19:25 PM IST
1/7

কমছে মেট্রো ভাড়া!

Bengaluru Metro fare

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাধারণ নিত্যযাত্রীদের তীব্র প্রতিক্রিয়া, লোকসভায় তুমুল প্রতিবাদ, মুখ্যমন্ত্রীর চিঠি। অবশেষে কমছে মেট্রোর বর্ধিত ভাড়া।  

2/7

কমছে মেট্রো ভাড়া!

Bengaluru Metro fare

মুখ্যমন্ত্রীর চিঠির পরই নড়েচড়ে বসে মেট্রো কর্তৃপক্ষ। ঠিক হয় বর্ধিত ভাড়া ৭০ শতাংশে বেঁধে রাখা হবে। কারণ কোথাও কোথাও ১০০ শতাংশ বেড়ে গিয়েছে ভাড়া।   

3/7

কমছে মেট্রো ভাড়া!

Bengaluru Metro fare

ফলে সেইসব ক্ষেত্রে ৩০ শতাংশ কমবে ভাড়া। নতুন এই ভাড়া কার্যকর হবে আগামিকাল ১৪ ফেব্রুয়ারি থেকেই। এমনটাই জানিয়েছে বেঙ্গালুরু মেট্রো রেল কর্পোরেশন।   

4/7

কমছে মেট্রো ভাড়া!

Bengaluru Metro fare

প্রসঙ্গত সোমবার থেকে বেড়েছিল নাম্মা মেট্রোর ভাড়া। একলাফে ৫০ শতাংশ। যার জেরে সর্বোচ্চ ভাড়া ৬০ টাকা থেকে বেড়ে দাঁড়ায় ৯০ টাকা।   

5/7

কমছে মেট্রো ভাড়া!

Bengaluru Metro fare

বর্ধিত ভাড়া হয় ০-২ কিমি– ১০ টাকা, ২-৪ কিমি – ২০ টাকা, ৪-৬ কিমি– ৩০ টাকা, ৬-৮ কিমি – ৪০ টাকা, ৮-১০ কিমি – ৫০ টাকা, ১০-১২ কিমি – ৬০ টাকা, ১৫-২০ কিমি – ৭০ টাকা, ২০-২৫ কিমি – ৮০ টাকা, ২৫-৩০ কিমি ও তার উপরে ৯০টাকা।  

6/7

কমছে মেট্রো ভাড়া!

Bengaluru Metro fare

এখন কলকাতার মতো বেঙ্গালুরুরও 'লাইফলাইন' নাম্মা মেট্রো। ট্রাফিক জ্যাম এড়িয়ে শহরের এপ্রান্ত থেকে ওপ্রান্তে পৌঁছতে মেট্রোকেই বেছে নেন লাখ লাখ নিত্যযাত্রী। 

7/7

কমছে মেট্রো ভাড়া!

Bengaluru Metro fare

এখন একলাফে ৫০ শতাংশ ভাড়া বাড়ানোর প্রতিবাদে বেঙ্গালুরু দক্ষিণের বিজেপি সাংসদ তেজস্বী সূর্য লোকসভায় তীব্র প্রতিবাদে সরব হন। মেট্রো বয়কটের ডাক দেন তিনি। এক্স হ্যান্ডেলে ট্রেন্ড করতেও শুরু করে #BoycottMetro।