Khappar Yoga: সাবধান! প্রায় ৫০ বছর পরে ভয়াবহ 'খপ্পর যোগ, সঙ্গে শূল! এর খপ্পরে পড়লে নিস্তার নেই এই কয়েকটি রাশির, হতে পারে মৃত্যুও...

Khappar Yoga After 48 Years: এক বিপরীতধর্মী যোগের খবর। খপ্পর যোগ। সঙ্গে শূল যোগ। এই সব যোগের খপ্পরে পড়লে ভয়ংকর অবস্থা হয় মানুষের। এবার কবে থেকে কবে?

| Feb 13, 2025, 20:40 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গতকালই ছিল মাঘী পূর্ণিমা। সেই পুণ্য লগ্নে বহু রাশির কপালে নেমেছে সৌভাগ্যের আলো। কিন্তু সেই আবহেই এল এক বিপরীতধর্মী যোগের খবর। খপ্পর যোগ। সঙ্গে শূল যোগ। এই সব যোগের খপ্পরে পড়লে ভয়ংকর অবস্থা হয় মানুষের।

1/6

৪৮ বছর পরে

জানা গিয়েছে, ৪৮ বছর পরে এসেছে এই খপ্পর যোগ। এর সঙ্গে থাকছে শূল নামের আর এক অশুভ যোগও।

2/6

৭ থেকে ৭

৭ জানুয়ারি থেকে এই যোগ শুরু হয়েছে! চলবে আগামী ৭ মার্চ পর্যন্ত। 

3/6

মঙ্গল-শনি-রবি

এই সময়-পর্বে পড়ছে ৫টি শনিবার, ৫টি মঙ্গলবার, ৫টি রবিবার। এই সময়ে বেশ কয়েকটি রাশিকে থাকতে হবে বেশ সাবধানে। কোন কোন রাশি? 

4/6

মিথুন

এই দুই যোগ মিথুন রাশির পক্ষে বেশ অমঙ্গলজনক হতে চলেছে। আসলে মিথুনের মৃত্যুর ঘরে একসঙ্গে আসছে মঙ্গল, শুক্র, বুধ ও রবি। স্বাস্থ্য এবং অর্থনৈতিক বিষয়ে একটু সাবধান থাকতে হবে এঁদের। 

5/6

সিংহ

এই দুই যোগ সিংহরাশির পক্ষেও খারাপ। এঁদের এ সময়ে প্রচুর অর্থনৈতিক ক্ষতি ঘটতে পারে। এই সময়ে ক্রোধ সংবরণ করে থাকুন। শরীরের দিকেও একটু নজর দিন। 

6/6

বৃশ্চিক

গ্রহ-সংস্থানের জেরে এঁদের স্ট্রেস হতে পারে। কাউকে এ সময়ে টাকা ধার দেবেন না। দাম্পত্যে ঘোর অশান্তি বাধতে পারে। পরিবারের অন্য সদস্যদের সঙ্গেও নানা বিষয়ে বিবাদ ঘটতে পারে।    (Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)