বুলেট ট্রেন প্রকল্পে জট কাটাতে জমিদাতাদের এভাবেই বাগে আনতে চায় রেল

Sep 02, 2018, 17:40 PM IST
1/6

S 6

S 6

জমি অধিগ্রহণ জটে আটকে আহমেদাবাদ-মুম্বই ৫০৮ কিলোমিটার বুলেট ট্রেন প্রকল্প। সমস্যা মেটাতে জমি মালিকদের নতুন সু‌যোগ দিচ্ছে রেল মন্ত্রক।

2/6

S 5

S 5

বুলেট ট্রেন প্রকল্পে জমি দিলে জমিদাতাকে ফিরিয়ে দেওয়া হবে স্ট্যাম্প ডিউটি। নতুন জমি কেনার ক্ষেত্রেও দেওয়া হবে বিশেষ ছাড়। পাশাপাশি দিতে হবে না স্ট্যাম্প ডিউটি।

3/6

S 4

S 4

জমিদাতাদের ‌যে ক্ষতিপূরণ দেওয়া হবে তা হবে বাজারদরের থেকে বেশি। দেওয়া হবে ২৫ শতাংশ বোনাস।

4/6

S 3

S 3

ক্ষতিপূরণের পরিমাণ বাজারদরের চারগুণ। এককালীন মিটিয়ে দেওয়া হচ্ছে ৫ লাখ টাকা।

5/6

S 2

S 2

ইতিমধ্যেই জমিদাতাদের জন্য স্কুল, হাসপাতাল, জলের ব্যবস্থা করে দেওয়ার কথা বলেছে রেল।

6/6

S 1

S 1

বুলেট ট্রেনের জন্য প্রয়োজন ১৪৩৪ হেক্টর জমি। এর মধ্যে মহারাষ্ট্রে পড়েছে ৩৫৩ হেক্টর। এবছর ডিসেম্বর মাসের মধ্যে জমি অধিগ্রহণের কাজ শেষ করতে হবে। তা না হলে গোটা প্রকল্পটাই পিছিয়ে ‌যাবে। এতে বিপুল ক্ষতি হবে রেলের।