মহাপ্রভুর মহা মিউজিয়াম বাগবাজারে, রয়েছে চৈতন্যদেবের হস্তাক্ষর থেকে বহু দুষ্প্রাপ্য

Aug 08, 2019, 17:36 PM IST
1/13

প্রীতম দে: মহাপ্রভুর মহা মিউজিয়াম। এই প্রথম তৈরি হল চৈতন্যদেব সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে এক বিশাল সংগ্রহশালা। এই সংগ্রহশালায় স্থান পাচ্ছে চৈতন্যদেবের হস্তাক্ষরের মতো দুষ্প্রাপ্য বেশকিছু জিনিস। বাগবাজারে ১৫০০ স্কোয়্যার মিটার এলাকাজুড়ে গড়ে উঠেছে চার তলার এই বিশাল সংগ্রহশালা। গৌড়ীয় মঠের সন্ন্যাসীরা জানিয়েছেন, চৈতন্যদেবের জন্ম থেকে শুরু করে চৈতন্য পরবর্তী যুগের কাহিনী মডেলের মাধ্যমে তুলে ধরা রয়েছে সংগ্রহশালায়। পাশাপাশি রয়েছে লাইট অ্যান্ড সাউন্ড-এ চৈতন্য দেবের জীবনকাহিনীও। ১৩ তারিখ সংগ্রহশালাটির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। তারপর দিন থেকে সাধারণের জন্য খুলে দেওয়া হবে সংগ্রহশালাটি। দেখুন সংগ্রহশালার অন্দরমহলের ছবি-  

2/13

3/13

4/13

5/13

6/13

7/13

8/13

9/13

10/13

11/13

12/13

13/13